![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কষ্ট হয় আপন ঘরের সিঁদেল চোর দেখে,
ঘেন্না হয় তাদের অবয়বে,
ক্ষোভ উঠে, প্রতিবাদের ঝড় উঠে মনে-
মুখে আসেনা, আসতে দেয়না !
শুনে যাই, দেখে যাই ।
মা বলে, “এখনো তোমার সময় হয়নি বাবা,
বড় হও. অনেক বড় ।“
আমি শুধু শুনে যাই, দেখে যাই !
আমার তিক্ত লাগে দুধ দিয়ে কাল শাপ পোষা দেখতে,
বিতৃষ্ণা লাগে অনাধিকার চর্চা দেখতে,
মনে হয় বলে দিই মুখের উপর ক খানা কথা
বুঝিয়ে দিই তাদের অবস্থান !
পারিনা, পারতে দেয় না ।
মা বলে, “এখন না বাবা, সময় হোক ।“
আমি শুধু শুনে যাই, দেখে যাই ।
আমি ছাই হয়ে যাই হিংসার তাপে পুড়তে পুড়তে,
ইচ্ছে করে তাদেরও পুড়িয়ে দিই সেই অনলে,
চুড়মার করে দিই সব কুটনীতির চাল
পূরণ হয়না , হতে দেয় না ।
শুধু বলে, “দিন একদিন তোমারও আসবে ।“
আমি আর কত বড় হবো মা ?
কবে সেই সময় হবে ?
কবে আসবে সেইদিন ?
যেদিন আমার হাসি তাদের কান্না হয়ে ঝড়বে !!
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৬
আরিয়ান আরাফ বলেছেন: ক্ষোভ ।
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এত ক্ষোভ!
ধৈর্য্য ধরুন, দিন আপনারও আসবে।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৭
আরিয়ান আরাফ বলেছেন: অনেকদিন হয়ে গেল তো !
৩| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২
মুসাফির নামা বলেছেন: হিংসা না ভালবাসুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: লেখা খুব ভালো হয়েছে তবে মর্মভেদ করতে পারলাম না। দুঃখিত।।