![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডায়রীর পাতা সব ঝাপসা কেন ?
লেখারও বড্ড অগোছাল, ছন্নছাড়া !
- কি হয়েছে? কাঁদছে ?
- আমি তো কাঁদার কিছু লেখিনি
সুখের সব স্মৃতিতে ভরিয়েছিলাম প্রতিটা পাতা !
- তাহলে কাঁদছে কেন?
- জানি না।
- তবে কি তুমি কাঁদছ? জলে ঝাপসা দু’চোখ ?
- কই না তো!
একফোটা জল নেই চোখে ,
এক চিলতে দুঃখও নেই মনে,
শুধু সুখ আর সুখ !!
- তুমি মিথ্যে বলতে জানো না
অভিনয়ের 'অ' টা পর্যন্ত পারো না ।
- আমি পারি, সবই পারি !
কষ্টের জলে হাসির ফোয়ারা বইতে জানি ,
মিথ্যে করে বলতেও পারি ভালো আছি,
অনেক ভালো, শুধু
ডায়েরীর পাতারাই জানে না, পারে না
ওরা ছলনা বোঝে না !!
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
আরিয়ান আরাফ বলেছেন: না, কাঁদছে ই হবে
২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: হুম ! ঠিকই আছে...
৩| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭
বিজন রয় বলেছেন: একফোটা জল নেই চোখে ,
এক চিলতে দুঃখও নেই মনে
ডায়েরীর পাতায় সুখ-দুঃখ সব জমা হোক।
ভাল লাগল
+++
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬
সুমন কর বলেছেন: কাঁদছে < কাঁদছো হবে কি ?