![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
পিপাসায় ডুবেছে হৃদয়ের সীমানা,
যত দেখি ঐ দুটি চোখ তৃষ্ণা মেটে না !
দেখা দাও একবার খরা’টা কাটাতে,
ভালোবাসি জেনে নাও , চোখের ঐ ভাষাতে !
২.
তুমি ছাড়া বিকেলের স্নিগ্ধতা উবে যায়,
পাখিরা অভিমানে ঘরে সব ফিরে যায়,
তুমি ছাড়া মুহূর্ত আমি আর আমি নই;
সব কিছু ঘোলাটে বিবর্ণ মনে হয় !
৩.
তুমি আমি পৃথিবী; বাকি সব মিথ্যা,
বাহুডোরে মিশে আজ সবকিছু একাকার;
রন্ধ্রে রন্ধ্রে প্রেম প্রীতির সুর’কার,
তুমি আমি মিলে হব নতুন এক স্বত্তা !
৪.
খাঁচা ভেঙে পাখি মোর কোন দেশে উড়ে যায়,
সমাজের পিষণে ভুলে সব দূরে যায় !
কি দোষ ছিল ঐ নিষ্পাপ প্রণয়ের ,
অগোচরে মুছে কি অনুভূতি মিলনের !
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য ।
ঠিক করে দিয়েছি
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আধুনিক আর্তি মনে হলো না। চির প্রাচীন বোধ হল। তবে ভালো।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
আহমেদ জী এস বলেছেন: আরিয়ান আরাফ ,
ভালোই । দিশেহারা রাজপুত্রন সাথে একমত ।
৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
আরিয়ান আরাফ বলেছেন: আগেকার প্রেমকাহিনীতে দৈহিক মিলন অপেক্ষা প্রেমটাকে শ্রদ্ধা করা হোত, সেটা পূর্ণতা পাক বা না পাক কিন্তু এখনকার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রেম অপেক্ষা দৈহিক মিলনই প্রাধান্য পায়
@দিশেহারা রাজপুত্র , আহমেদ জী এস
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭
বিজন রয় বলেছেন: দেখা দাও একবার ক্ষরা’টা কাটাতে,
খরা হবে।