![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোলাহল মিশে গেছে নগরীর প্রান্তরে,
ডুবে গেছে আলো আধারীর দেয়ালে .
তুমি শুনোনি তাদের আহবান ;
তোমায় ঘিরে হাওয়াদের যত গান !
তুমি ফেরোনি সে পথে, যে পথ-
ঘিরে মেঘেরা ছিল স্লোগানে মত্ত !
সূর্যটা ডুবেছিল অনেক আগেই গোধূলির পাড়ে,
একা একা নিবে ছিল পশ্চিমের রক্তিম আকাশ,
তুমি দেখোনি তাদের 'পরে !
চাঁদটাও বসেছিল নীরবে, তার আলোয়-
তোমায় দেখবে বলে,
তুমি আসোনি, ডুবেছিলে ঘোর অজানায় !
তোমায় ঘিরে প্রতিটি মূহুর্ত আজ স্তব্ধ,
তারা আজ নীরব,মুখ তাদের পাংশু মেঘের ভেলা,
তুমি বলোনি তাদের আসবে ফিরে!
হারিয়েছ দূর অজানায়, খুঁজে নিতে -
নতুন সুখের নীড় ; আমায় ফেলে দোটানায় !
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
পাশে থাকবেন
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোই।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভালবাসারা আহবান শুনুক শুদ্ধতার।
কবিতা ভাল হয়েছে।