![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা মানেই ঘোর,
জীবন নামের নতুন একটা সুর,
কবিতা মানে শব্দের ছলে কথার আলপনা,
এক কথাতে বলে দেয় সে জীবনের বন্দনা ।
কবিতা মানে আমায় ঘিরে তোমার দৈন্যতা,
দুঃখ নামের আকাশটাতে মেঘের শুণ্যতা ,
কবিতা মানে একলা ভীষণ শুধুই যন্ত্রণা ,
ছায়াদের সাথে কথোপকথন; অথৈ স্বান্তনা ।
কবিতা মানে সংসারে রোজ হাসি কান্নার খেলা,
দেনা পাওনার হিসেব ছাড়িয়ে ‘বেশ আছি’ টুকু বলা,
কবিতা মানে বাবার ত্যাগ আর মায়ের চোখের জল,
সবকিছুতে আগলে রাখার প্রচেষ্টা নিষ্ফল ।
কবিতা মানে প্রতিবাদ আর ন্যায়ের জাগরণ,
লিখে যায় তাই প্রতিদিনকার মানষিক উত্তরণ,
কবিতা মানে নতুন স্লোগান রাজপথ উত্তাল,
গড়ে উঠে রোজ নতুন দুর্গ , নতুন আলোর মশাল ।
কবিতা মানে সুখ স্বপ্নের হাজারটা গল্প
হাসিদের ভীড়ে দিন চলে যায়; কান্নাটা অল্প
কবিতা মানে ভালোবাসাদের মিষ্টি খুনশুটি,
যতবার দেখি মনে হয় যেন নতুন প্রেমের জুটি ।
কবিতা মানেই জীবন এখন জীবন মানেই পদ্য,
এরই মাঝে সব লুকিয়ে বাঁচে বিলিয়ে নানান ছন্দ ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৯
আরিয়ান আরাফ বলেছেন:
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০২
মুসাফির নামা বলেছেন: কবিতা মানে প্রতিবাদ আর ন্যায়ের জাগরণ,
লিখে যায় তাই প্রতিদিনকার মানষিক উত্তরণ,
কবিতা মানে নতুন স্লোগান রাজপথ উত্তাল,
গড়ে উঠে রোজ নতুন দুর্গ , নতুন আলোর মশাল ।
একদিন তাই ছিল কিন্তু এখন কবিতা মানে তোষামোদি। অনেক ভাল লাগা কবিতা।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২০
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: কবিতা মানে প্রেম আর কবিতা মানেই তার দুঃস্বপ্ন
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১
আরিয়ান আরাফ বলেছেন: ভালো বলেছেন
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটার পর একটা কবিতা। আপনার বেড়ে ওঠা।