![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিলোত্তমা,
ভেবেছিলাম তোমায় ঘিরে অনুভূতিদের ছবি আঁকবো ,
নীল পদ্ম হাতে তোমায় গল্প লিখবো সারাবেলা,
কবিতায় প্রেমের স্পর্শে লজ্জায় লাল হয়ে যাবে-
আমার সত্ত্বা , আমার ক্যানভাস, আমার কবিতার খাতা !
হয়নি ! হলো না ! হবে না !
আমায় ভালোবেসে তুমি খুঁজেছ প্রেম;
আমি খুঁজেছি স্পর্শ, হৃদয়ের স্পর্শ !
তুমি খুঁজেছ তোমায় ঘিরে আমার টান;
আমি খুঁজেছি বিশ্বাসের একজোড়া নরম হাত !
তুমি খুঁজেছ বাহুডোরে আবব্ধ শরীর;
সেখানটায় আমি খুঁজেছি তোমার স্পন্দন ;
মিলেনি কিচ্ছু মিলেনি সেদিন !
তুমি মুখে শুনতে চেয়েছিলে আমি বুঝিয়েছিলাম;
নিরবতা দিয়ে , হৃদয় দিয়ে । বুঝনি !
তুমি চাইলে কবি, তার হাজারটা ছন্দ,
আমি চাইলাম মুহুর্ত , কান্না আর আবেগের ঝংকার !
আশা তোমার অপূর্ণই রয়ে গেল !
তুমি চেয়েছিলে কবিতা, একটা স্নিগ্ধ কবিতা !
দিতে পারিনি, লিখেছিলাম নাম না জানা ভালোবাসার গল্প !
তুমি চাইলে প্রাণের আকুলে গান, সুখী মানুষের সুর,
তোমায় দিয়েছিলাম নীল রঙের আর্তনাদ,
ভালো লাগেনি, তুচ্ছ করে সেদিন বলেও দিলে,
“তোমায় দিয়ে কিচ্ছু হবে না ,
ভালোবাসাটুকু তোমার জানা নেই !”
আমি বলতে চেয়েছিলাম, “তুমি ভুল”,
কিন্তু মুখ ফুটে বেরিয়ে গেল, “হয়তোবা” !
এরপর আর কিছুতেই কিছু মিলল না,
তুমিও আর ফিরলে না , হারিয়ে গেলে !
আর জগতের কি লীলাখেলা দেখ,
সেই গল্পগুলোই নাকি কবিতা বনে গেছে !
আর্তনাদরা নাকি সুর হয়ে ঘুরে বেড়ায় মুখে মুখে,
সেই কান্নার ঝঙ্কারের তালে লোকে আমায় কবি ডাকে,
কেমন অদ্ভুত না !
অথচ আমি তোমার কবি হতে চেয়ছিলাম,
তোমার প্রেমের কবিতা হতে চেয়েছিলাম,
তোমার গলার সুর হতে চেয়েছিলাম !
অদ্ভুত না ! কেমন অদ্ভুত না !
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
আরিয়ান আরাফ বলেছেন: অদ্ভুত
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬
আরণ্যক রাখাল বলেছেন: