![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রহর আর কাটছে না কিছুতেই !
চোখের পাতারাও জিরোতে চাইছে না ,
বিরামহীন তাকিয়ে আছে দেয়ালে ;
শুধু চোখের কোনেতেই খানিকটা জল !
মাথার উপর ফ্যান ঘুরছে অবিরাম তবুও-
কপাল আর গা ঘেমে জবজব !
গেলাসের পর গেলাস পানি গেলা হয়ে গেছে;
কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ , বুক ফেটে চৌচির ;
প্রহর আর কাটছে না কিছুতেই !
ঘরের চারপাশ শুধু ঘুরছে ভন ভন করে,
মনে হচ্ছে ঘুরতে ঘুরতে মিশে যাবে কেন্দ্রে;
নিঃস্বেশ করে দিবে অস্তিত্বকে-
পিষে ফেলবে মাটিতে এক নিমিষে
প্রহর আর কাটছে না কিছুতেই !
ভয়ে মুখ পাংশু হয়ে গেছে,
ভিতরে আর্তনাদরা চিতকার করছে শুধু-
মুখে আসছে না ,
কেউ নেই যে ডাকবো, পাশে গিয়ে শক্ত করে ধরে রাখবো,
অসহায়ত্তের চাদরে মুড়িয়ে পড়ে আছি ঘরটায়;
একলা ! নিথর !
প্রহর আর কাটছে না কিছুতেই, কোনভাবেই !
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫
আরিয়ান আরাফ বলেছেন: জীবনের অবিচ্ছেদ্য অংশ
২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
মুসাফির নামা বলেছেন: বসে বসে টিভি দেখেন।সারাদিন কবিতার পোকা ঘুরলেতো এমনই হবে।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
আরিয়ান আরাফ বলেছেন: সে সুযোগ নেই
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩
মুসাফির নামা বলেছেন: চেহারার একি হাল বানিয়েছেন, মনে হয় ,ভ্যাম্পায়ার।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
আরিয়ান আরাফ বলেছেন: হা হা হা । ছবিটি আমার না
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৬
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
রাজসোহান বলেছেন: হতাশা