![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাইরে শীতল হাওয়া বইছে দেখ,
দেখ ঝড়ের পুর্বাভাস,
ভিতরটা যে বায়ুশূন্যই রয়ে গেল;
দেখছো না কেন, ভিতরটা যে মরুভুমিই থেকে গেল !
বৃষ্টির ছলে জলকাব্য দেখ,
দেখ জেগে উঠা নতুন প্রাণ,
ভিতরটা যে পুড়ে ছাই হয়ে গেল;
দেখছো না কেন, ভিতরটা যে খড়াতেই মারা গেল !
নতুন ভোরের সূর্যোদয় দেখ,
দেখ প্রভাতের শিশিরফেরী,
ভিতরটা যে অমাবস্যায় রয়ে গেল,
দেখছো না কেন, ভিতরটা যে তপ্ত রোদেই দগ্ধ হল !
আমার মুখের হাসিটাই শুধু দেখ,
দেখ আনন্দ প্রাণ,
ভিতরটা যে চাপা কান্নায় ভরে গেল;
শুনছো না কেন, কান্নাগুলো সরব করেই ঘুম পারালো !
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
আরিয়ান আরাফ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
রাজসোহান বলেছেন: ছবি দেখে এক্স ম্যান মুভির কথা মনে পড়লো