![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ নেই আজ মনের আকাশে,
বজ্রপাত ও হয়নি কোথাও ।
দমকা হাওয়ারা আজ বড্ড অভিমানী
বইছে তো বইছে না,
তবু এত বৃষ্টি এলো কেন?
কেনই বা তারা কানায় কানায় ভাসিয়ে দিল বুক??
জানতে ইচ্ছে করে।
পাখিদের কলরবে মুখরিত চারদিক,
বসন্তের প্রাণ চারপাশে;
শুধু আমার মনেতে প্রাণ নেই কেন?
কলরব কেন কাকুতির সুর মনে হয়?
বসন্ত কেন চৈত্র হয়ে দাগা দিল প্রাণে?
জানতে ইচ্ছে করে।
কোকিলের কুহুতানে স্বরব চারদিক,
বইছে উৎসব এর ফুলেল আমেজ,
তবু কেন কোকিলের স্বর কাক মনে হয়?
উৎসব আজ শ্বশান হয়ে হয়ে গেল?
জানতে ইচ্ছে করে।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২
আরিয়ান আরাফ বলেছেন: সব প্রশ্নের উত্তর কেন মিলে না
জানতে ইচ্ছে করে ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৬
নুর আমিন লেবু বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
পথে-ঘাটে বলেছেন: কবির মনে এত দুঃখ কিসের?
জানতে ইচ্ছে করছে।