![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুভূতিগুলো বুক পকেটেই জমা থাক !
ধোয়ার ছলে তুমি দেখে নিও ।
ভালোবাসাগুলো ফ্রেমেই আটকানো থাক;
ধুলো সরানোর ছলে তা নতুন করে দিও ।
অভিমানগুলো না হয় চোখের কোণেই রেখো;
কান্নার ছলে তা ঝেড়ে ফেলে দিও !
হাসিগুলো যত্ন করে রেকর্ড করে রেখো;
মন খারাপের দিনগুলোতে বাজিয়ে নিও ।
কষ্টগুলো মেঘের মতন আকাশেতেই থাক;
বাদলা দিনে ভিজার ছলে বুঝে নিও ।
আমি না হয় বোকাই থাকি,
জীবন আমার অগোছালোই থাক !
পাশে থাকার ছলে নিজের মতন করে -
তুমি সাজিয়ে দিও, গুছিয়ে নিও ।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
আরিয়ান আরাফ বলেছেন: মুদ্রার একপাশ ভালোবাসা হলে অন্যপাশটা প্রার্থনা , দাদা !!!
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: ভালবাসায় কত প্রার্থনা থাকে!!
+++