|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
প্রথম তারে দেখেছিলাম ঐতো সেদিন-
যেদিন আমি পাড়ি দিলাম রাঙামাটির ও পথ ধরে ! 
পাহাড়ের মেঘের দেশে হেসে খেলে মাতিয়ে বেড়ায়,
নাম জানি না ! আমি দিলাম মেঘবতী , 
ঐ দেশে সে বুনো ফুলের স্বপ্ন ছড়ায় ,
নতুন মায়ার পুষ্প ফোঁটায় , তা ছাড়া আর বলছি টা কি ! 
মেঘবতী দেখতে কেমন ? কি বলবো আর !
শ্যমাবর্ণ গায়ের বরণ, দীঘল কাল কেশ,
চোখ যেন তার মায়ার সাগর ;
ইচ্ছে করে তাকিয়ে মরি ও চোখ পানে-
ছবি আঁকি হাজার কথার, অনেক শব্দের রেশ !
মেঘবতী, মেঘের দেশে একটু দেবে ঠাই ?
তোমায় নিয়ে স্বপ্ন দেখার জামিন দিবে রায় ?
মেঘবতী, উড়তে দেবে পরাণ ভরে তোমার মেঘে ?
আমায় নিয়ে হারিয়ে যাবে দূর আকাশে ?
তাই যদি হয় -
সংকোচ নয়, ভালোবাসায় শক্ত করে আঁকড়ে রাখো,
তোমায় নিয়ে গুম হবো আজ, মেঘের ভেলায় উড়াল দেবো !
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ২১ শে এপ্রিল, ২০১৬  রাত ১১:১২
২১ শে এপ্রিল, ২০১৬  রাত ১১:১২
আরিয়ান আরাফ বলেছেন: রাঙামাটিতে একজনের প্রেমে পড়ার গল্প শুনে লিখেছি, তাই একটু এলোমেলো 
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৬  রাত ৯:৩৭
২১ শে এপ্রিল, ২০১৬  রাত ৯:৩৭
পূবাল হাওয়া বলেছেন: একটু এলো মেলো মেঘবতী চুলের মত। তবুও ভালো ... +