![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে এই তিক্ত হাওয়ায় ভেসে এসো একদিন এদিকটায়,
সাথে তোমাদের গত - কথামালা গুলো সংগে এনো !
মিথ্যে গল্পে হাঁপিয়ে উঠেছি । ভাল্লাগে না আর !
তার চেয়ে বরং তোমাদের এপিটাফের শব্দগুলোই ভালো;
কয়েক শব্দের গল্পে অনেকটা পথ চলা যায় !
অনেকটা শতবর্ষ পুরোনো হুইস্কির মতন,
দু এক পেগে স্মৃতিরা কয়েক যুগ কাটিয়ে দেয় !
হিপোক্রেসি টুঁটি চেপে বসে আছে, বাঁচাও আমায় !
পারলে,
একদিন এসো এদিকটায় , গল্প করব !
আলো আধারের গল্প !!
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭
আরিয়ান আরাফ বলেছেন:
২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।
০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
পাশে থাকবেন ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৪৩
লক্ষ্মীছেলে বলেছেন: শহুরে এই তিক্ত হাওয়ায় ভেসে এসো একদিন এদিকটায়,
সাথে তোমাদের গত - কথামালা গুলো সংগে এনো !
কয়েক শব্দের গল্পে অনেকটা পথ চলা ।