![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতায় কি থাকে আর,
সবকিছুই তো এক কথার সার!
কথায় কথায় প্রেম হতাশা,
না হলে ভাই রঙ তামাশা!
আমি বলি,
কবিতারা সব সর্বনাশা,
বাড়ায় শুধু হৃদ পিপাসা!
ও তুমি ভাই বুঝবে নাকো,
কবিতা থেকে দূরেই থেকো!
পথিক সুধায়,
থাকো তোমার পদ্য নিয়ে,
জীবন আমার ঝুলছে নয়ে!
আমি বলি,
জীবন তোমার কলুর বলদ,
খাটতে গেলেই হয় যে গলদ!
এরচেয়ে ভাই, স্বাধীন হয়ে একটু বাঁচো,
কবিতাদের সংগে নিয়ে স্বপ্নগুলো না হয় বেচো!!
পথিক সুধায়,
তুমিই বল দূরে থাকতে,
আবার বল সংগে নিতে!
কোনটা রাখি কোনটা ছাড়ি,
বুঝি না তো প্যাচ মুচারি!
আমি বলি,
তোমায় দিলাম কবিতাদের কথার মালা,
ঘ্রাণ নিও ভাই হৃদয় ভরে,মিটিয়ে দিও সকল জ্বালা!
ওদের সাথে পারলে তুমি সময় দিও,
না হয় আবার নতুন করে রঙিন ভোরে জন্ম নিও!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩০
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৭
শায়মা বলেছেন: কবিতায় কত কিছু থাকে। ভালো লাগা ভালো লাগা!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩১
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
৩| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ বাহ, চমৎকার হয়েছে... ভাইয়ু
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩২
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ভাইয়ু
৪| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
বিজন রয় বলেছেন: তাহোক, তবে কবিতা হৃদয়ের ক্ষুধা মেটায় বটে।
++++
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩৩
আরিয়ান আরাফ বলেছেন: হ্যাঁ দাদা
৫| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার লিখেছেন।
+++++++++++++
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৩৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !! +।