![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহর শুধু ভুল ধরতে জানে,
জানে উৎসাহ গিলে ফেলার অদ্ভুত নিয়ম !
তুমি এটা কেন করেছ ?
ঐখানে কেন গিয়েছ ?
এইভাবে কথা কেন বলেছ ?
এই দৃষ্টিতে কেন তাকিয়েছ ?
এটা কেন লিখেছ ?
হাজারটা প্রশ্নে বিদ্ধ করতে ওঁৎ পেতে থাকে,
শিকারীর বন্দুকের নলের মত ,
এক পা এগুলোই মরতে হবে ‘প্রশ্ন’ বারুদে !
কখনও এসে কাঁধে হাত রেখে বলবে না-
সামনে চল ! দেখো কি আছে তারপর !
বলে না ।
বলতে পারবে না ।
সবাই বন্দি করতে চায় নিজের জেলে,
মুক্তি আটকে রাখে হাতের মুঠোয় !
খোলার সাধ্য ক’জনের থাকে !
২০ শে জুন, ২০১৬ রাত ২:০৭
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে জুন, ২০১৬ রাত ২:০৮
অশ্রুকারিগর বলেছেন: সুন্দর বলতে গিয়েও মনে হল আরো সুন্দর হতে পারত, কিভাবে সেটা জানিনা!
২০ শে জুন, ২০১৬ রাত ২:২২
আরিয়ান আরাফ বলেছেন: আরো কিছু উপমা দিলে হতো হইতো
৩| ২০ শে জুন, ২০১৬ রাত ২:১৮
গেম চেঞ্জার বলেছেন: ইয়েস, এটাই হিপোক্রেসি!!
সবাই বন্দী করতে চায় নিজের জেলে,
মুক্তি আটকে রাখে হাতের মুঠোয় !
খোলার সাধ্য ক’জনের থাকে !
কবিতায় (+)
২০ শে জুন, ২০১৬ রাত ২:২৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
পাশে থাকবেন
৪| ২০ শে জুন, ২০১৬ ভোর ৬:২৫
শিশিরসিক্ত বলেছেন: ভালো লাগলো
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:৩০
বিজন রয় বলেছেন: এই শহর শুধু ভুল ধরতে জানে,
এখানে শহরের কথা বলেছেন কোন অর্থে।
পরের দিকে তো শহরটা উন্মুক্ত হয়নি।
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
আরিয়ান আরাফ বলেছেন: দাদা, এখানে শহর বপ্লতে মূলত আমরা, আমাদের সমাজ ব্যবস্থা বুঝানো হয়েছে ।
৬| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:৫৮
সাইদুর রহমান শাওন বলেছেন: একদম সত্যি
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
আরিয়ান আরাফ বলেছেন:
৭| ২০ শে জুন, ২০১৬ রাত ৮:১৩
আলামিন মোহাম্মদ বলেছেন: সেই ভাই সেই
২০ শে জুন, ২০১৬ রাত ১০:৫৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ১:৫৮
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কাব্য লেখছেন ।