![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ , মানুষ নামের প্রাণী
আদতে পিচাশ ।
খুন করে যাই স্বাদ, আহ্লাদ, বোহেমিয়ার স্বপ্ন
গলা টিপে হত্যা করি স্বপ্নের সবটুকু রঙ আর
তাদের রক্তে পিয়াস মেটাই ।
রক্তে আমার জীবন মরন
রক্তের নেশায় আমি উদ্গ্রীব সর্বদা
শকুনের ন্যায় খুঁজে ফিরি রক্ত !
আমি মানুষ, মানুষ নামের প্রাণী
আদতে ডাইনোসর !
অস্তি আর নস্তিদের রক্তে করি স্নান
ঝলসানো মাংসপিন্ডই আমার ভোজ
আমি ক্ষুদার্থ , আমি তৃষ্ণার্ত
স্বজাতি বিনা আর কোন উপায়ও যে নাই !
আমি মানুষ, মানুষ নামের প্রাণী
আদতে হিংস্র নেকড়ে
শিকার আমার পাওয়া চাই
যেকোন মূল্যে
আমার রক্ত চাই, চাই তাজা মাংসের স্বাদ
আমি মানুষ, মানুষ নামের প্রাণী !
©somewhere in net ltd.