![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সান্ধ্য ঘুম,
মন খারাপের মেঘলা আকাশ,
গোধূলির বিষণ্ণতা;
কখনো তো তোমার ছিল না!
তবে কেন মুখ লুকালে আজ!
দোহাই দিলে নিয়তির!
অরুচির ভ্রুণ কি তবে দানা বেধেছে?
অবিশ্বাসের বীজ কি রোপিত তোমার দেয়ালে?
শরতের কাশফুল কি ধুতুরা হয়ে গেল?
এসব তো কখনো তোমায় ছুয়নি আগে!
তবে কেন আজ?
বসন্ত কেন চৈত্র হয়ে দাগা দিল প্রাণে ?
.
জানো তো কানের বিষ হৃদয়কেও নীল করে তোলে!!
১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল।
১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লাগল ,,,