![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কবিতায় আর কতটুকু বলা যায়,
কতটুকু দেখা যায়, কতটুকু চেনা যায়?
শাহবাগ দাঁড়িয়ে আমি বলতেই পারি,
সিদ্ধির টানে জীবন রঙিন, জীবনের মানে এই!
বলতেই পারি, এক কাপে শত রমণীর ঠোঁটের উষ্ণ আহবান!
কিংবা স্বপ্নীল এক জীবনের হাতছানি,
অথবা
উলঙ্গ এক পাগলের ইতিবৃত্ত!
একটা কবিতায় কতটুকু আর অনুভূত হয়?
হাজারো প্রেমিকের ভীড়ে নিজের শূণ্যতা,
সফলতার ভীড়ে ক্ষুদ্রতার অভিসার কিংবা
ছন্নছাড়া এক পাখির নীড় খোজা প্রহরী!
সে তো অনেকেই বলে গেছে!
গল্প তো এমনও হতে পারে,
শাহবাগ মোড়ের একদল যাযাবরের ভাত খাওয়া,
হাফপেন্ট পড়া শিশুর বুকের পাঁজর, চোখের আকুতি!
কতটুকুই আর বলা যায় কবিতায়!
অনুভব করা যায় হৃদয় দিয়ে!
এসব শব্দেই শোভা পায়, কবিতা মহৎ হয়!
নিজের দেখার সময় কোথায়!!
©somewhere in net ltd.