![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু পরোয়ানা জারি করে দাও,
কাফনের সাদা কাপড়, গোলাপজল, চাটি
কেনা হয়ে গেছে!
কবর খোঁড়া এখন সময়ের ব্যাপার!
মৃত্যু ঘোষণা কর।
সেদিন,
রাজপথে কোন মিছিল থাকবে না,
চিৎকারে গলা ফাটানোর শব্দ থাকবে না,
থাকবে না কোন মানব বন্ধন!
তুমি, ফাসির মঞ্চ সাজাও কিংবা,
ক্রসফায়ারের গুলি ভরে রাখো বন্দুকে।
জানাজার প্রস্তুতি আমি করে নিব!
জানাবে না? লুকিয়ে?
তাহলে রাতের বুকে নাম লিখে দাও,
বুড়িগঙ্গা নয় পদ্মায় তার ঠিকানা হোক,
কেউ জানবেও না, আমিও কিছু বলবো না!
এবার অন্তত পরোয়ানা জারি কর!
সরকারী না হোক বেসরকারি কাগজে!!
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: সমসাময়িক।