![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা তবে তোর হোক!
বন্দী খাঁচার শিকল যেদিন ভাংবে;
যেদিন তুই ডানা মেলে উড়বি সে আকাশে,
সেদিন না হয় এক টুকরো নীলিমা,
কিছু সাদা সাদা মেঘ আর-
একটা পূর্ণ চাঁদ সমেত একরাশ জোছনা ছুড়ে দিব সে আকাশে!
সেদিন না হয় কাশফুলগুলো বাতাসে করে ভাসিয়ে দিব!
জোনাকির সবুজ আলোয় স্নিগ্ধতা ছড়িয়ে বরণ করবো তোকে!
আসবি তো?
তোর আকাশে উড়বি তো?
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৫
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৬
মো:সাব্বির হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে!