![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রের ওপাশে কিছু নেই, কিছু স্বপ্ন ছাড়া!
তবুও তোমায় পাঠালাম।
পড়ে যদি কিছু পাও।
এতে যদি মুখে এক চিলতে হাসি ফুটে,
চোখের কোণে এক টুকরো মেঘ ভেঙে পরে ;
পড়ুক তবে!
আচ্ছা তুমিও কি এখন কাজল মাখো চোখে?
নখগুলো কি এখনো মেহেদীর রঙ চুরি করে?
চুলোগুলো কি এখনো বাম পৃথিবী ঘিরে রাখে?
নাকি সব ময়লার মতন ডাস্টবিনে ছুড়ে ফেলেছো?
নাকি দামী কোসনে নতুন করে সাজিয়েছো নিজেকে?
জানতে ইচ্ছা করে!
সময় পেলে জানিও; আর শোনো,
পত্রের ওপাশটাই সত্যিই কিছু নেই, কিছু ছাইপাঁশ ছাড়া!
ওপাশটা শূণ্য দারুণ, একলা লাগে, তোমার ভীষণ তাড়া!
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০০
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
২| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২
ইমরান আল হাদী বলেছেন: "পত্রের ওপাশে কিছু নেই"
ভাল লাগলো।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার পত্রপুট ভাল লেগেছে।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০২
আরিয়ান আরাফ বলেছেন:
৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩
আরিয়ান আরাফ বলেছেন:
৫| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮
মার্কো পোলো বলেছেন:
সুন্দর লিখেছেন।
০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১০
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২১
ইমরান আল হাদী বলেছেন: "পত্রের ওপাশে কিছু নেই"
ভাল লাগলো।