![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মনে হয়-
প্রেম তো অনেক হল
দুজনে এবার তলোয়ার তুলে নেই
তার গলার নালীতে আমার তলোয়ার
এভাবেই শেষ হোক পৃথিবী !
শেষ হোক আমাদের অস্তিত্ব !
কখনো নিজের অজান্তেই মনে হয়-
জানা তো অনেক হল !
তোমাকে, আমাকে !
চল, অচেনা হয়ে যাই
মুছে ফেলি পিছনের পুরোনো স্মৃতি,
মুছে ফেলি আমাদের !
প্রায়ই ভাবি এখন –
ভালোবাসা বাসিতে আর কতকাল মরবো,
এবার না হয় একটু বাঁচি , নিজের মতন !
ঘৃণার বুলেটে ছিন্ন করি দুটি নাম, একটি সম্পর্ক !
ছিন্ন করি তোমায় ঘিরে সকল মায়া !
চল তবে শুরু হোক !
শুরু হোক মধুর সে লগ্নের যেখানে
মুছে যাবে সব ! তুমি ! আমি ! ভালোবাসা ! সম্পর্ক !
তুমি থাকবে তো পাশে, যেমনটি ছিলে আগে কিংবা
থাকার অভিনয় করে গেছ ! থাকবে বলো !!
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক
২| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
কবিতায় লাইক!
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৬
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১
এফ.কে আশিক বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো....
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক
৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩২
কানিজ রিনা বলেছেন: তবে তাই হোক, তবে তাই হোক, মহানুবতার
অভিনয়। যদি থাকে সন্তান দুটি জীবন টিকে
থাক, সন্তানের তরে পরম জতনে, ভালবাসা
রক্ত স্রোতে ভাসুক নদীর বহমানে
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৫
আরিয়ান আরাফ বলেছেন: বাহ !
ধন্যবাদ
৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৫
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো কবিতা।
১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১১
সুমন কর বলেছেন: ভালো লাগল।