![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন ছিলে ,
কেমন আছো ,
যাচ্ছে কেমন দিন ?
কোথায় ছিলে,
কোথায় আছো,
নাকি আজও গন্তব্যহীন ?
শরৎ, সুনীল সব ফুরোলো,
নিমাই বাবু ঘুমিয়ে গেল,
সমরেষ আর একটু বাকি,
বইয়ের ভাঁজে তাইতো ভাবি,
তুমি কোথায়, তুমি কোথায়...
বইগুলো যে শেষ হয়ে যায় !
তোমায় ছাড়া তোমার প্রিয়-
গল্প এখন কাঁকে শোনাই !
আসবে কবে একটু বল...
বইগুলো যে সব ফুরোলো!
চোখের পালক বৃষ্টি কুঁড়োয়,
তোমার আশায় দিনও ফুঁড়োয়,
শুধু তোমার দেখা নাই ;
এদিক দেখো, তোমার দেওয়া
প্রেমগুলো আজ ভীড়ছে শেষ পাতায় !
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ। দারুণ লিখেছেন। +++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৩
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: শরৎ, সুনীল সব ফুরোলো,
নিমাই বাবু ঘুমিয়ে গেল,
সমরেষ আর একটু বাকি,
বাহ! চমৎকার লেখনি, খুব সুন্দর হইছে,, ভালো লাগলো,
+++