![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বিকেল চিড়ে আস্ত একটা সন্ধ্যে পড়বো গলে',
সকাল পড়বো নাকের ডগায়, লাল সুয্যি ফ্রেমের তলে!
দুপুরটাকে হাতে পড়বো, সঙ্গে রোদের ক্যাপ,
কাঁধে নাহয় ঝুলিয়ে নেব রাত্রিবেলার ম্যাপ!
নতুন প্রভাত, ক্লান্ত দুপুর, শান্ত সাঁঝের মায়া;
দস্যি ওরা, ছুটছে দেখো, খুঁজতে তোমার ছায়া!
কোথায় তুমি মুখ লুকালে?
ডুব দিলে কি গভীর জলে?
তোমায় ভেবে ওরা যে সব,
ছড়িয়ে দিল নানান গুজব!
তা কি তুমি জানো?
মান করেছো বেশ করেছো,
'মানটি না হয় ভাঙো!
ঐ নীলিমা ডাকছে দেখো,
ওদের সাথেই চলো!
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
আরিয়ান আরাফ বলেছেন:
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর প্রকাশ, খুব ভালো লাগলো।
যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।
২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫
আরিয়ান আরাফ বলেছেন: আচ্ছা
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪
একজন সত্যিকার হিমু বলেছেন: কোথায় তুমি মুখ লুকালে?
ডুব দিলে কি গভীর জলে?
তোমায় ভেবে ওরা যে সব,
ছড়িয়ে দিল নানান গুজব!
-ভালো লাগলো ।
২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
আরিয়ান আরাফ বলেছেন:
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
Bristi Chowdhury বলেছেন: Wow khub sundor likhsen vai
House Rent Website House Rent Dhaka