![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার না লেখা কবিতা লিখতে গেলেই হঠাৎ করেই গুম হয়ে যায় শব্দরা । এই যে এতকাল যাবত নিজের জন্য বয়ে বেড়ানো একটি নাম কত যত্ন করেই না পুষে রাখলাম নিজের কাছে; বলতে গিয়েও বলা হল না আর! লিখতে গিয়ে দেখি পুরোটা নাম ছেড়ে কেবল দাঁড়িয়ে আছে ‘রিহা’ ! অনেকটা কুয়াশার মতন; চাইলেই তাকে ছুঁয়ে দেওয়া যায়, চাইলেও তাকে আর ভেদ করা যায় না।
সেই না লেখা কবিতার নাম ‘রিহা’। যার পুরো নাম লিখতে গেলে কেটে যায় আটটি বছর !
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:১০
আরিয়ান আরাফ বলেছেন: রিহা'র কোন আক্ষরিক মানে নেই। এইটা একটা পুরো নামের সামান্য অংশ মাত্র।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: রিহা মানে কি?