![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*
শহরের রাত চিড়ে ছুটে চলেছে জীবন;
তার মাঝখানটায় খনেক দাঁড়িয়ে সোজা হেঁটে যাই আমি!
হয়তো এমনি করে হাঁটতে হাঁটতে একদিন বাড়ী পৌছে যাবো।
হয়তো হাঁটতে হাঁটতে একদিন ঘরের পথ ভুলে যাবো!
হয়তো কিছুই হবে না আর, আমিই থমকে যাবো; ভুলে যাবো ছুটে চলা!
*
কেউ ভুলে যাবার ছলে আরো শক্ত করে মনের ভিতর গেঁথে গেছে;
কেউ থাকবে বলে হাত বাড়িয়ে হারিয়ে গেছে অথৈ জলে!
কে রেখেছে খবর তাদের, কেউ কি জানে তাদের কথা?
সময় কেবল রেকর্ড লেখে, সন্ধ্যেবেলার নিযুত ব্যাথা!
*
তোমাকে কৃষ্ণচূড়ার দেবী ভেবে ভুল করে যাই,
কখনওবা মনের ভুলে পথ আঁকি পথের সীমানায়!
তোমাকে পলাশ ভেবে অলস দুপুর কাটে নীরালায়,
লাল ক্যাকটাস অভিমানে আড়ি পাতে রোদের জোছনায়!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।