![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের সমস্ত কান্না মুছতে মুছতে রাত ঘুমিয়ে পরে।
তাকিয়ে দেখি,
পৃথিবী সূর্যকে খুঁজতে গিয়ে ফিরে এসেছে পুরনো ঠিকানায়।
ভোর হলেই সকলে হাসিমুখে বলে যায় রূপকথার সুখের ছড়া যেন,
দিনের মতই উজ্জ্বল এই বেঁচে থাকা, রাত কেবলই ক্ষণিকের দুঃস্বপ্ন !
মুখোশের আড়ালে লুকিয়ে মৃদু হেসে বলে, ‘ভালো আছি’ যেন,
বসন্তের স্নিগ্ধ হাওয়ার মতন এ জীবন, স্বপ্নের মতন সুন্দর এ সময় !
সারাটা দিন এখানে স্বচ্ছ জলের মতন সত্যি মনে হয় অথচ,
রাত নেমে এলে এই স্বচ্ছ জল কেবলই মরীচিকা;
রাত নীরবে স্বচ্ছ কাঁচের উপর লিখে রাখে তার অস্তিত্ব।
মরীচিকার দিনগুলি রাতের কাছে নিজেকে আড়াল করতে চায়;
পারেনা ।
রাতের চোখে তাকালেই দেখি ঠিক কতটা বদলে গেছি আমরা।
অথচ, সকলেই বলি রাত অন্ধ, রাত মানেই অন্ধকার।
লাল আর নীল বিষাদের গল্প সাজিয়ে বার বার বলি,
‘দেখো, রাত কালো, গাঢ় অন্ধকার!’
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩০
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
সৈয়দ ইসলাম বলেছেন: হুম, ভাল লেগেছে।
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৫
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
আজ আমিও একটা কবিতা পোষ্ট করেছি।
৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাতই মানুষের সবচেয়ে আপনজন। রাতের সাথে মিতালী করে মনের সব কথা তো একমাত্র তাকেই বলা যায়। আর কারো চাইতে সে-ই যে বেশি আপন। সুখ-দুঃখের কথাগুলো বিনা প্রতিবাদে শুনে যায়, কখনও প্রত্যাখ্যান করে না।
কবিতা ভাল লেগেছে।
০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩২
আরিয়ান আরাফ বলেছেন: এইজন্যে রাতকে আমার বরাবরই আয়নার মতন লাগে। সত্য ,স্বচ্ছ !
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৪
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: লেখাটি অনেক ভালো লাগলো