![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদবাস্তু এই ঘরহারা মানুষগু্লো হারতে হারতে হারিয়ে ফেলে নিজেকে।
ভাঙতে ভাঙতে খুইয়ে ফেলে সর্বস্ব !
দশ, বিশ, একশ;
শরীর ছিড়ে ফেলার উৎসবে আর্তনাদ চেপে রাখার যন্ত্রণা পুষে-
গিলে খায় দুবেলা দুমুঠো ভাত!
মেলে চোখ বুজে কান্না মুছার জন্য সামান্য বিশ্রাম,
ওরা বলে ঘুম!
আর কি কি বলে ওরা ?
আর কি কি করে ওরা ?
বেঁচে থাকবার জন্য ।
একটা ঘর, একটা ঠিকানা, একটা পরিচয়!
দশ, বিশ, একশ !
আর কয়েকটা রাত , দুমুঠো ভাত!
বেঁচে থাকার নামে আরও একটি নীরব প্রহসন;
ঈশ্বরের নিখুঁত প্যারডিতে সুরের দ্বৈত ব্যাঞ্জনা,
ভাগ্যের নামে পরিহাস লিখে হারিয়ে যায় ধর্মবতার;
পরে থাকে দশ, বিশ, একশ; উদবাস্তু জীবনের দাম!
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৩
আরিয়ান আরাফ বলেছেন: কাছ থেকে দেখলে আরও কিছু হতো!
২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৮
মলাসইলমুইনা বলেছেন: চমৎকার ! কবিতা শুধু প্রেম বিরহ নয় |কবিতা হবে সাম্যবাদের গণকণ্ঠ, সমাজ বদলের উত্তাপ | ব্লগে প্রেমের কবিতা পড়তে পড়তে ক্লান্তি ধরে গেছে | খুব ভালো লাগলো আপনার কবিতা |
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১:০৩
আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক
৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩৭
শাহিন বিন রফিক বলেছেন: এই কষ্ট জীবন বর্নণা দেখলে খুবই খারাপ লাগে