![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদৃশ্য অনুভূতিটাই প্রেম যেমন তুমি চেয়ে থাকো আমার দিকে কিংবা আমি তোমার চোখে; অথচ কেউ কাউকে দেখিনি কখনো! শব্দ করে ডাকা হয়নি কোন নাম, বলা হয়নি কোন ইচ্ছার আকুলতা।এই অব্যক্ত কথাগুলোই সত্য যেমন সত্য অজানা এই আমি যা কেউ জানে নি কখনও, দেখেনি আনকোরা চোখ!
এই ছোট্ট সময়ের অনেকটা পথ বোহেমিয়ান পথিকের বেশে হাঁটতে হাঁটতে নিজের মধ্যে গুটিয়ে ফেলা নিজেকে আর খুঁজে পাওয়া যায়নি কোন পথের আদ্যোপন্তে, জানা যায়নি কোন পথের শেষে তার ঠিকানা!
তাই আমার কাছে তুমি ঐ সুদূরে দাঁড়িয়ে থাকা আকাশের মতন, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না ! অথচ দিকভ্রান্ত নাবিকের মতন আমি চেয়ে থাকি তোমার চোখে কিংবা তুমি আমার দিকে!
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৭
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
ওমেরা বলেছেন: ধরা যায় না, ছোয়া যায় না শুধু অনুভব করা যায় ।
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১২
আরিয়ান আরাফ বলেছেন: হ্যা । অদৃশ্য একটা টান
৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: বেশ লাগল।
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৩
আরিয়ান আরাফ বলেছেন:
৪| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
জাহিদ অনিক বলেছেন:
প্রেম !!! প্রেম !!!! প্রেম !!!
প্রেম যে কি জিনিস !!!
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০
আরিয়ান আরাফ বলেছেন: কেমন জানি!!
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:০৪
নতুন বিচারক বলেছেন: বেশ ভালো লিখেছেন।