![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখবোনা আর রাতের কথা,
চোখের গভীর নিযুত ব্যাথা।
লিখবোনা সে চোখের মায়া,
নিয়ন আলোর বিবষ ছায়া;
লিখবোনা আর চন্দ্রগ্রহণ;
গল্পগুলো কেমন কেমন !
লিখবোনা কে লুকিয়ে কাঁদে-
সুযোগ বুঝে একলা ছাদে!
আড়শিতে চোখ ডুবিয়ে ভাবে,
বদলে গেছি চোখের ভাজে ?
লিখবোনা থাক ছড়ার মত,
চোখের অমন পুরান ক্ষত!
কান্নাগুলো কেমনে পুড়ে,
রাতের সারা শরীর জুড়ে!
লিখবোনা আর এসব কথা,
মিথ্যে সবই , সবই বৃথা !
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৮
আরিয়ান আরাফ বলেছেন: মানুষগুলো যখন যান্ত্রিক হয়ে যায় তখন এসব নিয়ে আর ভাবার সময় থাকে না, তখন বৃথাই মনে হয় সব
২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: লিখবোনা বললেই কি আর লেখা থামানো যায়?
মাথায় যখন কবিতা এসে ভিড় করে, তখন মধ্যরাতে উঠেও লিখতে হয়!
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯
আরিয়ান আরাফ বলেছেন: কবিতার উপর কারোর কোন হাত নেই। সে নিজের খেয়াল মতন চলে
৩| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না কোন গান তুমি হীনা কবিতা------
৪| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: লেখেন মন খারাপ করেন না। ভালো হয়েছে
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩
আরিয়ান আরাফ বলেছেন: মন খারাপ আমার জন্য নয়, মন খারাপ রাতের জন্য হয়
৫| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিষাদগ্রস্ত? লিখবেন না কেন? লিখতে থাকুন। সব ঠিক হয়ে যাবে।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪
আরিয়ান আরাফ বলেছেন: বিষাদগ্রস্ত হয় রাত, তার খানিকটা ছোঁয়া পেলে আমাদেরও কেমন জানি দুঃখ দুঃখ ভাব হয় !
৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ২:০৪
নিষাদ খান বলেছেন: লিখবো না আর তোমাকে। লিখবো না আর কবিতা।
কিছু যাতনা না হয় লুকিয়ে রাখলাম শিয়রের কাছে।
ভাই সে-ই যে কবিতা
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
আরিয়ান আরাফ বলেছেন: তার ঠিকানা আমার জানা নাই
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৬
শায়মা বলেছেন: না না সব বৃথা হবে কেনো???