![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমাজে,
চিৎকার করো না।
বরং কান্না পুষে রাখো নিভৃতে।
কিছু অভিমান জমিয়ে রাখো রাতের জন্য,
কিছু আর্তনাদ চেপে রাখো দরোজায়।
খানিকটা দীর্ঘশ্বাস আটকে রাখো চোখের ভিতর;
নিজের মতন করে ।
হায়নার দল উৎ পেতে আছে আকাশে,
বাজ পাখির উচ্চ কলরবের মিছিলে-
স্লোগান উঠেছে,"শরীর চাই, রক্ত চাই, মৃত্যু চাই!"
তুমি চিৎকার করো না;
বরং নিজেকে লুকিয়ে বাঁচো!
তোমার নিজের কোন আকাশ নেই,
নেই সেখানে ডানা মেলবার কোন অধিকার।
তোমার নিজের কোন ইচ্ছে নেই,
নেই কথা বলবার কোন অভিসার।
তুমি কথা বলো না,
বরং নিজের জন্য শব্দ পুষে রাখো।
ভয় এলে জপে যাও জমের মতন;
তুমি চিৎকার করো না,
বরং ভুলে যাও তোমার স্বাধীনতা,
ভুলে যাও তোমার পরিচয় !
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪
ল বলেছেন: NICE
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩
ল বলেছেন: NICE