![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্রের দাবদাহে পুড়ে ছাই,পাখি
বসন্তের উন্মাদনায় মত্ত।
খেয়াল করেনি নিজের সর্বনাশ!
নিমিষেই কালো মেঘ বিড়ম্বনায়
ঝড়ো বাতাসে প্রমত্ত নৃত্যে মেতে উঠে।আর
বিজলীর তালে তালে বেজে উঠে জলের ঐকতান।
পাখি, খেয়াল করেনি নিজের সর্বনাশ!
আলো খোলস পালটে অন্ধকার,
থেমে গেছে ভীড়, থেমে গেছে সব কোলাহল,
মুছে গেছে ছাই, ঘর; ভুলে গেছে ঠিকানা, পাখি
খেয়াল করেনি নিজের সর্বনাশ!
দিনরাত এমনই অনিয়মে চলে বেশ,
অনিয়ম মেনে মেনে কেটে যায় দিনরাত, কখনও
নিয়ম মেনে হেরে যায় নিজের কাছে, পাখি
বুঝেনি নিজের সর্বনাশ !
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
আরিয়ান আরাফ বলেছেন: তাই বলে কি নিজের সর্বনাশ করে !
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৫
ব্লগবাজী বলেছেন: উফ! এতো উন্মাদ হয়ে যাচ্ছি, কবিতার বশবর্তী হয়ে...
৫০০০+ বাংলা ইবুক ডাউনলোড লিংক
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯
আরিয়ান আরাফ বলেছেন: ভালোবাসা রাজীব ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ২:০১
শাহারিয়ার ইমন বলেছেন: বসন্তে তো একটু উন্মাদ হওয়া স্বাভাবিক