![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন সন্ধ্যায়,
তুমি হেসে হেসে বলে যাচ্ছো ঝুড়ির সতেজ ফুলের গল্প।
তোমার চোখে তাকিয়ে দেখি, থেমে গেছে তোমার হাসি,
মুখের লাবণ্য হারিয়ে ক্রমশ ফ্যাকাশে রঙের ক্যানভাসের কোনায় জমে থাকা কালির দাগ,
তোমাকে চেনা বড্ড দায়; যেন তুমি শত জন্মের অচেনা!
দেখে মনে হচ্ছে,
ডাহুকের অসময়ের নিমন্ত্রণ যেভাবে চলে গেছে অন্দরে,
যেভাবে তুমি তীর্থের দলে ভীড়ে হারিয়ে যাচ্ছো বারংবার,
কালো মেঘে হারিয়ে যাচ্ছে পথের বাঁক, জানালার কাঁচ;
তুমি ছুটে চলেছো দিশাহীন শূণ্যতায়;
তোমার চোখ না পড়লে হয়তো কেউ কখনও জানতেই পারবে না!
তুমি হেসে হেসে গল্প বলে যাচ্ছিলে,
সময়ের, স্বভাবে কিংবা আমাকে মাতিয়ে রাখার নিমিত্তে।
আমি সুবোধের মতন আওড়াচ্ছিলাম তোমাকে;
হু আং হুর মতন বিষাদ একে একে নীরবে মিশে যাচ্ছে আমার শিরায়, উপশিরায়।
তুমি কফির কাপে আলতো চুমুকে বলে চলছিলে ফেলে আসা গতকাল;
আমি মুগ্ধ নয়নে শুষে নিচ্ছিলাম তোমার তুলে রাখা নীল মলাটের গল্প
২| ২৭ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:০৩
মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: অসাধারণ
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০১
স্বপ্ন কুহক বলেছেন: আওড়াচ্ছিলাম --হেসে --বানান গুলি দেখে নিবেন
কবিতার বর্ণনার সাবলীলতা ভাল লেগেছে ।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১
আরিয়ান আরাফ বলেছেন: ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:০১
বিজন রয় বলেছেন: তোমার চোখে না পড়লে কেউ হয়তো জানতেই পারবে না!......... অনেক অর্থপূর্ণ।
++++
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:১০
চাঙ্কু বলেছেন: আফসুসিত কোবতে!