![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বাঁচে
মানুষ মরে
মানুষে।
মানুষ বাঁচায়
মানুষ মারে
নিমিষে।
এখানেও কাটাতার, প্রশ্নবিদ্ধ দ্বিধায় বিভক্ত ক্রোমোজম অপেক্ষায় থাকে নতুন একসময়ের,নতুন এক ধারার। নতুন দিনের সূর্য উঠবে কবে?
মানুষ ঈশ্বর
কিংবা অসূর
মাকালফল!
মানুষ অজ্ঞ
কিংবা বিজ্ঞ
বেসামাল!
তারপর লোভাতুর চোখ টলে টলে ঢলে পরে পানশালায়, সত্তর হুর অথবা অবাধ সুখের দরজা খুঁজে বেড়ায় মসজিদ, মন্দির, গির্জায়!
মানুষ অন্ধ
মানুষ বোবা
কালা!
মানুষ মাটির
মানুষ মাংসের
পিত্তলা!
এখানেও নেই কোন নির্দিষ্ট সমাধান। দ্বিধান্বিত কতগুলো ছায়া জটের মতন ছুটে চলে এদিক ওদিক; কেউ ভাবে মানুষ,কেউ অসূর আর কেউ মাতাল চোখে তাকিয়ে দেখে দাবি করে ঈশ্বর! বিবাদে বিভেদে ভাগ করে নিজেদের, কেটেকুটে করে জয়োল্লাস!
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১
আরিয়ান আরাফ বলেছেন: কনফিউজিং -_-
২| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: আরিয়ান আরাফ ,
মানুষ একটা পশু
ভয়ংকর,
শয়তানের চেয়েও খারাপ
লোভাতুর।
মানুষ মাংসাসি
সভ্যতা বিনাশি।
মানুষ নয় জ্ঞানী
মানুষ অজ্ঞ
তাই সবখানে
ধংসের যজ্ঞ।
মানুষ তো নহে ঈশ্বর
সে নিতান্তই নশ্বর।
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২২
আরিয়ান আরাফ বলেছেন: নেগেটিভ
৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: মানুষকে মানুষ হতে হবে।
ভালো লিখেছেন।
৪| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষ মাটির
মানুষ মাংসের পিত্তলা!
.............................................................
স্হান কাল পাত্র ভেদে মানুষ বহুরুপী
সুতরাং কোন সংজ্ঞায় পড়ে না
২৭ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪
আরিয়ান আরাফ বলেছেন: আশরাফুল মাখলুকাতকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না !!
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: মানুষ খারাপ।