![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউইয়র্কে থাকি, পড়া লেখা করছি। এখানের বাংলা কমিউনিটি সংবাদ পত্রে কাজ করি।
মুয়াজ একজন সাহাবীর নাম। তবে এ নামের অর্থ বা নামের উৎপত্তিস্থল জানা প্রয়োজন। আয়াজ নামের কোন অর্থ জানা নেই । এ দুইটি নাম সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হবো।
আল্লাহর রহমতে যেকোন সময় আমাদের সন্তান পৃথিবীতে আগমন ঘটতে পারে। আমার স্ত্রী নিউ ইয়র্ক ব্রুকলীনের কিংস কাউন্টি হসপিটালের তত্ত্বাবধায়নে আছে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
এ দুইটি নাম ছাড়াও আরো ৩ টি নাম প্রচন্দের তালিকায় আছে।
নামগুলো- আদাম, আদিল, আহিল।
আপনাদের থেকে নাম রাখার বিষয়েও পরামর্শ কামনা করছি।
২| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩৫
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩৯
সায়েদ তানজিদ বলেছেন: শুভকামনা রইলো? আল্লাহ্ সবাইকে সুস্থ রাখুক।
৪| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪০
সায়েদ তানজিদ বলেছেন: twins baby নাকি ভাই? আহিল রাখতে পারেন।
৫| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৪৩
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ।
আপনার সঙ্গে সিএমবিবিএ'র মেলায় দেখা হবে।
৬| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১২
আমিনুর রহমান বলেছেন: ইবতিদা রাখতে পারেন ............ যার অর্থ শুরু করা ......।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৩
আরিফ সিদ্দিকি বলেছেন: ভালো পরামর্শ। ধন্যবাদ।
৭| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:১৪
বেঙ্গলেনসিস বলেছেন: বাংলা নাম রাখুন। নিজের সংস্কৃতিকে গুরুত্ব দিন। পৃথিবীর অন্য কোথাও বিজাতীয় ভাষায় নাম রাখা হয় না। একমাত্র বাংলাদেশই ব্যতিক্রম।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২৮
আরিফ সিদ্দিকি বলেছেন: বাংলায় অর্থবহ নাম থাকলে পরামর্শ দিন। আসলে আমাদের অর্থবহ ইসলামিক নাম প্রচন্দ।
৮| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩৫
পাগলমন২০১১ বলেছেন: রাখতে পারেন।ইসলামিক নাম আমারও পছন্দ।মা ও শিশুর জন্য শুভকামনা থাকলো।
৯| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৩৬
কৃষকবাবু বলেছেন: শুভকামনা থাকলো, আহিল,,,
১০| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৪৫
সায়েদ তানজিদ বলেছেন: হুম ভাবীরে নিয়ে চলে আসুন। ইনশাল্লাহ গো্লগাল ৃথিবীতে দেখা হয়ে যাবে।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৪
আরিফ সিদ্দিকি বলেছেন: দেখা হবে কেনা আমিতো আপনার পাশেই থাকি.
মন চাইলে কল দিয়েন- ৩৪৭ ৫৯৯ ৩৩৬৩
১১| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৫২
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ekti o-shompurno post...u should clear it r u searching one word name or two word...which one shpuld b the first letter of ur baby...
১২| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৫৮
কলমদানি বলেছেন: عاهل আহিল=রাজা ।মুয়াজ=আশরয় চাওয়া ।তবে মুয়াজ একজন সাহাবীর নাম অর্থ জানার প্রয়োজন নাই মনে করি।আয়াজ নামটি মুলত আরবিতে ইয়াজ উচচারণ হয় ।একজন মহান বিচার প্রতির নাম
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৬
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ
১৩| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৮:৫৯
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: aasim...means protector
abaan...means angel
azraq...name of a sahabii
dhonnobad
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৬
আরিফ সিদ্দিকি বলেছেন: পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ
১৪| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৩
আবু -রায়হান বলেছেন: আপনার তিনটি নামের মধ্যে মুয়াজ নামটিই আমার বেশী হযরত মুয়াজ (রা বদর যুদ্ধে অংশগ্রহনকারী প্রখ্যাত সাহাবী যিনি কিশোর বয়সেই অসীম বীরত্ব প্রদর্শন করে ইসলামের প্রধান শত্রু আবু জেহেলকে দ্বৈতযুদ্ধে পরাজিত ও নিহত করার ক্ষেত্রে প্রধানতম ভুমিকা পালন করেন।
লিন্ক:
Click This Link
আপনার পছন্দের নামগুলোর অর্থ বের করার চেষ্টা করলাম:
Aahil Prince.
Mu'awwiz Companion who participated in the Battle of
Badr.
Ayaz is a Turkish word and it means " Frost ", it 's being used as a name of a male person in other languages and cultures like Arabic, Persian, Dari, Kurdish and Urdu.
In Farsi meaning is : Name of Sultan Mahmood's famous royal servant; Night breeze
এই লিন্ক এ আরোও কিছু ইসলামী নাম পেতে পারেন:
Click This Link
Click This Link
"অর্থবহ ইসলামিক নাম পছন্দ।" আপনার একথাটি খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো।
পুনশ্চ: আমারও প্রথম সন্তান হবার কথা খুব শীঘ্রই। দোয়া করবেন।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৮
আরিফ সিদ্দিকি বলেছেন: আপনাদের জন্য অবশ্যই দোয়া রইলো। নামগুলো অর্থসহ বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ।
১৫| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:১৪
আশিকুর রহমান অমিত বলেছেন: আয়াজ রাখুন
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২১
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ
১৬| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৪
খালেদ সময় বলেছেন: আমার সবচেয়ে কাছের বন্ধুটি আমার প্রথম ভাতিজা মুয়াজ। ও এখন ১ম শ্রেনীতে পড়ে। দুনিয়ার আলো দেখার পর আমরা পরিবারের সবাই তার নাম রাখা নিয়ে দফায় দফায় বোর্ড মিটিংয়ে বসি।
মুয়াজ একজন সাহাবীর নাম। যে শিশুটির হাতে নিহত হয়েছিল রাসুল স. এর চলার পথে সবেচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আবু জেহেল। মুয়াজ ও মায়াজ দুই ভাই ছিলেন।
আমার ভাতিজার নাম জুহায়ের আনজুম মুয়াজ।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩০
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ।
আপনার ভাতিজাকে আল্রাহ কবুল করুক।
১৭| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৫
খালেদ সময় বলেছেন: আমার ভোট 'মুয়াজ'
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩১
আরিফ সিদ্দিকি বলেছেন: অবশ্যই মুয়াজের দিকে ভোট বেশি দেখছি। তারপরও আরেকটু চিন্তা করে নাম রাখবো ইনশাল্লাহ।
১৮| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩২
জহির উদদীন বলেছেন: সাবিব,সামিত অথবা মুয়াজ রাখতে পারেন সব গুলিই হযরত মুহাম্মদ (সঃ) এর সাহাবীদের নাম তবে সাহাবীদের নামের অর্থ জানার প্রয়োজন আছে মনে করি না।
তবে নামের আগে অবশ্যই "মুহাম্মদ" রাখার অনুরোধ করছি।
১৯| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩২
ভিশন-২০৫০ বলেছেন: ভাবিকে অভিনন্দন! বেবির জন্য আদর। আর আপনাকে শুভেচ্ছা। শুকরিয়া আল্লাহর। 'মুয়াজ' আমার পছন্দের নাম।
২০| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৩৭
সায়েদ তানজিদ বলেছেন: পাশে থাকেন মানে ঠিক কই থাকেন?
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৩
আরিফ সিদ্দিকি বলেছেন: ওজন পার্ক এলাকায় থাকি। মেলায় আমার ডিউটি আছে।
২১| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৪১
মাক্স বলেছেন: নাম ঠিক হৈছে? নাকি একটা সাজেস্ট করমু?
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৯
আরিফ সিদ্দিকি বলেছেন: করেন ভাই। নাম রাখা পর্যন্ত কোনটাই ঠিক না। তবে একটা শট সিলেকশন করছি।
২২| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৪৫
কলমদানি বলেছেন: তবে নামের আগে অবশ্যই "মুহাম্মদ" রাখার অনুরোধ করছ?? "মুহাম্মদ"একটি আলাদা নাম । এটা নামের শুরুতে অবশ্যই রাখতে হবে কেন ? জহির উদদীন
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৬
আরিফ সিদ্দিকি বলেছেন: রাসূলের উম্মত হিসেবে মুহাম্মদ নাম রাখাটা ভালো।
২৩| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫২
আসিফরাশেদ বলেছেন: মারজুক রাখতে পারেন মানে হোল রহমত প্রাপ্ত।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৪
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ। মারজুক আমার আরেক ভাতিজার নাম।
২৪| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৩
কলমদানি বলেছেন: দেশের বাহিরে গেলে বিশেষ করে আরব দেশে আসলে কিযে বিপদে পড়তে হয় তা বলার নয়
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৭
আরিফ সিদ্দিকি বলেছেন: এটা ঠিক, আমরা যারা আমেরিকাতে থাকি তাদের মুহাম্মদ নাম নিয়ে মাঝে মাঝে বিড়ম্বনায় পড়তে হয়।
২৫| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৭
মো: মুয়াজ বলেছেন: Bhaiyya eta ami!
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৮
আরিফ সিদ্দিকি বলেছেন: আপনার নামেইতো আমার সন্তানের নাম রাখতে চাই।
২৬| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০২
জহির উদদীন বলেছেন: @কলমদানি "মুহাম্মদ" একটি আলাদা নাম এবং মুহাম্মদ(সঃ) ছিলেন আমাদের শেষ নবী সেটা আমি ভালভাবেই জানি কিন্তু শুধু "মুহাম্মদ" নামতো কারো রাখার উপায় নাই, নাকি আপনি শুনেছে কেউ রেখেছে (মুহাম্মদ(সঃ) ব্যতিত)
সারা পৃথিবীর অনেক ছেলে মুসলিম সন্তানদের মুল নামের আগে "মুহাম্মদ" নামটি যুক্ত করে এবং এটা মুসলিমদের গর্বেরও সেটা আপনি না জেনে থাকলে একটু জেনে নিবেন।
"মুহাম্মদ" নামটি পৃথিবীর সবচেয়ে প্রচারিত নাম বলেই কি আপনার চুলকানী।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০৯
আরিফ সিদ্দিকি বলেছেন: আপনি আমাকে ভুল বুঝবেননা। আমার নিজের নামের নামের আগেও মুহাম্মদ নাম আছে। মূলত আমার অফিসিয়াল নাম, ‘মুহাম্মদ এ হোসাইন।’ এটাও একটা কারণ। এটাও ঠিকযে আরবের একসময় বাপ ছেলেকে একই নামে ডাকতো। বাপের আগে শুধু বিন শব্দটি যোগ করতো।
২৭| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০৪
মো: মুয়াজ বলেছেন: Sahabi r naam. Valo. Congratulation
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:০৯
আরিফ সিদ্দিকি বলেছেন: ধন্যবাদ
২৮| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২৩
মরূেবল বলেছেন: অর্থবহ ইসলামিক নাম পছন্দ।" আপনার একথাটি খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৩০
আরিফ সিদ্দিকি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক
২৯| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২৪
েশখসাদী বলেছেন: আমার ছেলের নাম রেখেছি তাহীম আহমেদ । তাহরীম নামটাও সুন্দর ।
প্রথমে ইকতিদার আহমেদ আল-জুহানী রাখতে চেয়ে ছিলাম । পরে বিদেশ বাড়ী বড় নাম সমস্যা তাই ছোট নাম রাখলাম ।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৩১
আরিফ সিদ্দিকি বলেছেন: মূলত আমি ছোট নাম রাখতে চাই।
আমি বড় নাম নিয়ে জীবনে অনেক সমস্যার পড়েছি, সে সমস্যায় আমার আদরের সন্তানকে দিতে দিবোনা।
৩০| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৫২
কলমদানি বলেছেন: জি আমি শুনেছি অনেক ছেলের নাম "মুহাম্মদ" যেমন বর্তমান মিসরের প্রেসিডেন্টের নাম "মুহাম্মদ" ।মুরসি তার বাপের নাম. ।আমার ভাগিনার নাম শুধু"মুহাম্মদ"। মাওলানা আবু তাহের মিসবাহর ছেলের নাম "মুহাম্মদ"।এ রকম আরো দেওয়া য়াবে ।"মুহাম্মদ" নামটি পৃথিবীর সবচেয়ে প্রচারিত নাম ।আরবে শতকরা ৪০ জনের নাম মুহাম্মদ" ও আহমদ ।কোন চুলকানি নাইত। তবে ভালবাসা আছে।মুহাম্মদ"একটি আলাদা নাম হলে বিড়ম্বনায় পড়তে হয়না ।
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
আরিফ সিদ্দিকি বলেছেন: মুল সমস্যা হলো আমার নামতো মুহাম্মদ
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০২
আরিফ সিদ্দিকি বলেছেন: মুহাম্মদ নাম কি ধরণের বিড়ম্বনায় পড়তে হয়, সেটা জানা থাকলে ভালো হয়।
মুহাম্মদ নামটি সম্পূর্ণ লিখলে তেমন কোন সমস্যা হয়না। মূলত সমস্যার হলো এমডি লিখলে। বাংলাদেশী মুসলমানরা মুহাম্মদ নামটি সংক্ষেপে এমডি লিখে থাকেন। এটা আসলে মুহাম্মদের সংক্ষিপ্ত ভার্সন না। আমেরিকাতে এমডি বলায় সার্টিফাইট ডাক্তারকে। আমি যেহেতু আমেরিকায় থাকি, সেহতু এটাও একটি সমস্যা। আপনি যে সমস্যার কথা বলেছেন, আমেরিকানরা আমাদের চেহারা দেখলে মুহাম্মদ বলে ডাক দেয়, কারণ তারাও বুঝে আমরা মুসলমান।
৩১| ২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৯
পালের গোদা বলেছেন: বাংলা নামের পরামর্শ :
ছেলে হলে: অভ্র, আদান
মেয়ে হলে: শ্রুতি
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
আরিফ সিদ্দিকি বলেছেন: আদান নামটি আমার প্রচন্দ হয়েছে। ধন্যবাদ
৩২| ২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৪
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: বাংলা নাম: শব্দ,শুদ্ধ, শৌর্যদীপ্ত, অরণ্য, অনিন্দ্য।
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬
আরিফ সিদ্দিকি বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
আপনি যে কয়টি নাম বলেছেন, এ নামগুলো কম্পনজাত ধনি ব্যবহার হয়েছে। কারণ এধরণের ধনির নাম শিশুরা উচ্চারণ করতে পারেনা, যার কারণে ছোটকাল থেকে সে নিজের নাম নিয়ে কনফিউজ থাকে।
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৯
আরিফ সিদ্দিকি বলেছেন: আমার এক ভাতিজার নাম শ্রাবন। সমস্যা হলো সে নিজেই শ্রবান শব্দটা উচ্চারণ করতে পারেনা। শ্রাবন বলার সময় শাবন বলে। এতে তার বন্ধুরা তাকে ব্যঙ্গ করে গোল্লা শাবন বলে।
আরেক বাগিনার নাম সারজিদ। ৬ বছর বয়সেও সে নিজের নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারেনা।
৩৩| ২৫ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৩
ইউেক বলেছেন: বাংলাদেশীদের আচার আচরন দেখলে কষ্ট হয়.... এরা না মুসলমান না বাঙালী !! এদের সংস্কৃত বাঙালী,খায় বাংলা খাবার,কথা কয় বাংলায়,স্বপ্ন দেখে বাংলায় কিন্তু পোলার নাম রাখে আরবী'তে !! ইসলামিক নামের মানে কি?? আরব দেশের লোকেরা তো সবাই আরবী বা এরাবিয়ান..... নবীর আগমনের পর এর অন্যান্য ধর্ম ছেড়ে ইসলামে আসল কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হবার পর আরবদের কি নামের কোন পরিবর্তন হয়েছে,নাকি এদের ভাষার কোন পরিবর্তন হয়েছে?? আল্লাহ তো আরবদের মাতৃ ভাষায় পবিত্র কোরআন কে নাযিল করেছেন যেন আরবের লোকেরা সহজে তা বুঝতে পারে....আল্লাহ কোর আন কে কোন ইসলামিক ভাষায় নাযিল করেন নি !!........... এ কুলাঙ্গার অধমদের আল্লাহ হেদায়েত করুন...........
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২২
আরিফ সিদ্দিকি বলেছেন: আমিতো কোন আরবী ভাষার নামের কথা বলিনি। আমি বলেছি অর্থবহ নাম। যে নামের সঙ্গে কোন বিশিষ্ট ব্যক্তি নাম মিল থাকবে। যিনি ইসলামী ব্যক্তিত্ব, বা যে নামের মর্মার্থ আছে। ব্লগে বেশ কয়েকজন লোকা নিজেদেরকে বাঙালী বলে জাহির করার চেষ্টা করছে। বাংলাভাষার প্রতি আমার কোন অবজ্ঞা নেই, এ ভাষা আমার মাতৃভাষা, আমি এ ভাষায় কথা বলতে প্রচন্দ করি।
আপনিও ভালো করে জানেন বাংলার নিজস্ব কয়াটি শব্দ আছে, অধিকাংশ শব্দ এসেছে সংস্কৃত, ফারসী ও আরাবী ভাষা থেকে।
নোট : আপনার কয়েকটি লাইনে আপিনিও বিশুদ্ধ বাংলা লিখতে পারেননি। এতে কুলাঙ্গার ফারসী ও হেদায়েত আরবী শব্দ এবং আরো বেশ কয়টি সংস্কৃত শব্দ ব্যবহার করেছেন। আমি বলছি না যে, এর দ্বারায় আপনি ভাঙালীত্ব হারিয়েছেন। আসলে বাঙালী মুসলমানররা তাদের স্বকীয়তা টিকিয়ে রাখতে চাইলে আরবী, ফারসী ও সংস্কৃত ভাষার সুযোগ নেই।
৩৪| ২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: শুধু নামের অর্থ ভালো হলেই হবেনা, নামটা এমন হওয়া চলবেনা যা নিয়ে আপনার সন্তানকে প্রায়শই বিব্রত হতে হয়। যেমন ধরুন নাম রাখলেন "আহিল", এরপরে স্কুলে দিলে দেখা গেল তার বন্ধুরা তাকে "কাহিল" নামে ডাকা শুরু করেছে স্রেফ মজা করার জন্য, যা আপনার সন্তানের জন্য সীমাহিন বিরক্তির কারন হয়ে দাড়াবে।
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
আরিফ সিদ্দিকি বলেছেন: আপনার সঙ্গে একমত।
৩৫| ২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
আনন্দময়েজ বলেছেন: হে হে হে.. আমার নাম ময়েজ। রাখতে পারেন। খুবি আনকমন। আমি আমার দেখায় দ্বিতীয়টি পাই নি।
২৫ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০২
আরিফ সিদ্দিকি বলেছেন: ভালো
৩৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪১
জীবনইসলাম বলেছেন: আমার ভাগিনার নাম আহিল আল আদান রাখতে চাই। আহিলের সাথে সমঞ্জস্যপূর্ন অন্য কোনো ভালো নাম থাকলে বলতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ৭:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনার স্ত্রী, বেবি ও আপনার জন্য দোয়া
মুয়াজ, আহিল ভাল লাগলো।