নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ হাসান ০০৭

আরিফ হাসান ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঘুমের মধ্যে নাক ডাকা কমানোর ১০ উপায়

৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৭

নাকডাকা একটি বিরক্তিকর সমস্যা। এতে অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। সেসব সমস্যা থেকে বাঁচার জন্য এবং সঙ্গীকে বিরক্ত না করে রাতে ভালো ঘুম নিশ্চিত করার জন্য নিচের ১০টি উপায় আপনার জন্য সহায়ক হবে:



নাকের সুড়ঙ্গ পরিষ্কার রাখুন: যদি নাকের সুড়ঙ্গপথ সর্দির কারণে মিউকাস দিয়ে বন্ধ থাকে তবে শ্বাস নিতে কষ্ট হবে। তখন বাধ্য হয়ে আপনি নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে গরম পানির ভাপ নিন ঘুমাতে যাওয়ার আগে।

রাতের খাবার সময় ঠিক করুন: ঘুমাতে যাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। ফলে খাবার হজম হবে আপনি জেগে থাকতেই, যা আপনাকে আরামদায়ক, ভালো ঘুম নিশ্চিত করবে।

প্রচুর তরল পান করুন: প্রতিদিন প্রচুর তরল পান করুন। শুষ্কতা থেকে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ, শ্বাসনালি এবং নাকের মিউকাসকেও নরম রাখুন। 

ব্যায়াম: হৃৎপি-কে সবল রাখতে, রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ব্যায়াম প্রয়োজন। নিয়মিত ব্যায়াম ঘুমের ধরনকেও স্বাভাবিক রাখে। যে কারণে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। নাকডাকা কমান।

ধূমপান ত্যাগ করুন: শ্বাসনালিতে ক্লট তৈরি করে ধূমপান শ্বাস-প্রশাসে বাধা দেয়। ধূমপান ছাড়লে এ সমস্যা কমে যায়। ফলে নাকডাকাও কমে যায়।

ঘুমের সময় ঠিক করুন: ঘুম স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমান প্রতিদিন। প্রতিদিন যথাসময়ে ঘুমাতে যান ঠিক সময়ে উঠুন। এটি আপনার জীবনে ছন্দ নিয়ে আসবে। নাকডাকা কমানোতে এর প্রভাব রয়েছে।

অ্যালকোহল এবং অন্যান্য ঘুমের ওষুধ ছেড়ে দিন: যারা নাক ডাকেন না তারাও অ্যালকোহল গ্রহণ করলে নাক ডাকতে পারেন। ঘুমানোর আগে অ্যালকোহল নিলে এটি শ্বাসনালিকে শিথিল করে দেয়, যা নাক ডাকার কারণ হতে পারে।

অতিরিক্ত বালিশ নিন: ঘুমানোর আগে মাথার নিচে অতিরিক্ত একটা বালিশ দিন। তাতে আপনার মাথা বুক থেকে উপরে থাকবে, যা নাক ডাকা কমিয়ে দেবে শ্বাসনালিকে বেশি খোলা রেখে।

ওজন কমান: মোটা হয়ে যাওয়া কেবল ডায়াবেটিস নয়, আরো অনেক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এটি নাক ডাকারও কারণ হতে পারে। অতিরিক্ত ওজন নাকের চারপাশ চিকন করে দেয়। বায়ু প্রবাহের পথ সরু করে দেয়। যে কারণে শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হয়। 

পাশ ফিরে ঘুমান: যারা চিৎ হয়ে ঘুমান তাদের নাক ডাকার আশঙ্কা বেশি থাকে। পাশ ফিরে ঘুমান, নাক ডাকা কমে যাবে।

নাক ডাকা কেবল একটি কারণে হয় না। এর পেছনে একাধিক কারণ থাকে। যে কারণেই হোক, ওপরের অভ্যাসগুলো নিশ্চয় আপনার নাক ডাকা কমিয়ে দেবে। তবে যদি না কমে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।



দৃষ্টি আকর্ষণ: ২০১২ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সর্বাধিক পাঠক নন্দিত স্বাস্থ্য সংবাদগুলো এক নজড়ে নিতে চাইলে এখানে ক্লিক করতে ভুল করবেন না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৫৯

ভিটামিন সি বলেছেন: এইরাম ঘুমসঙ্গি পাইলে কথা দিতাছি নাক ডাকুম না।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৫

তানভীর স্বপ্নীল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.