নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশের জন্য একজন নেতা চাই

মুহাম্মদ আরীফ হোসাইন

সত্যের সন্ধানে প্রতিদিন

মুহাম্মদ আরীফ হোসাইন › বিস্তারিত পোস্টঃ

সোনা মিয়ার সোনা কেটে দিলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ১৮+

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ঢাকা আরিচা মহাসড়কে দিল্লীর স্টাইলে ধর্ষণের ঘটনা ঘটেছে। Click This Link

অন্যদিকে একইদিনে পটুয়াখালীতে দুই বোন ধর্ষিত হয়েছে। Click This Link এভাবে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন। কিন্তু ধর্ষণ থামছেনা। সবাই একমত হবেন যে, এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় ধষর্ণের ঘটনা বাড়ছে। দিল্লীর ঘটনার পর বাংলাদেশে কয়েকটি ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যদন্ড কার্যকর করার দাবী উঠেছিলো। আমি এ দাবীর পক্ষে না। কারণ মানুষ মরে কে কয়দিন মনে রাখে। আমার দাবী ধর্ষকদের পুরুষ লিঙ্গ কেটে দেয়া হোক। যাতে বাকী জীবন সবাই জানে ধর্ষণ করার ফলে তার লিঙ্গ কেটে দেয়া হয়েছে। এতে ধর্ষক মৃত্যদন্ড থেকে বেশি শাস্তি পাবে। কারণ সে জীবিত থেকেও মৃত।

উল্লেখ্য, আগের পোস্টে ঢাকা আরিচা মহাসড়কে ধর্ষণের ঘটনা উল্লেখ করেছি। এখন পটুয়াখালী দুই বোনের ধর্ষণের ঘটনা একটু উল্লেখ করা দরকার। পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকায় দুই বোন ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পটুয়াখালী থানায় দুটি ধর্ষণ মামলা করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত রুবেলকে (২৫) আটক করেছে পুলিশ। তবে আরেক ধর্ষক সোনা মিয়া পালিয়ে যায়।

আমি মনে করি এ দুই ধর্ষক সোনা মিয়ার সোনা ( পুরুষ লিঙ্গ) কেটে দিলে ঐ এলাকার কেউ জীবনেও জোরপূর্বক নারীর সঙ্গে ঘর্ষণ করে ধর্ষণ করার সাহস পাবে না।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

বাদল দিনের গান বলেছেন: সহমত...

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: এনিয়ে সবাই মিলে আন্দোলন চালিয়ে যেতে হবে।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

সািকল খান বলেছেন: কুত্তাগুলার পুরুষ লিঙ্গ কাটলে হাত দিয়েও কিছুটা সাথ মিটাইতে পারে তাই ২ হাতের কব্জি পর্যন্তও কাটা হোক।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: শুধু কাটলে হবে না। রাসায়নিক ইনজেকশন দিয়ে সারাজীবনের জন্য খোযা করে দিতে হবে। যাতে লেংটা নারী দেখলেও তার অস্ত্র দাড়ানো দূরের কথা তাদের দিকে ফিরে তাকানোর খায়েশ থাকবেনা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

অনিমেষ রহমান বলেছেন: সহমত!
সোনা কাইট্টা ব্লেন্ড কইরা শরবত হিসেবে খাওয়ানো হোক।
যে হারামজাদারা বলে-মেয়েরা আধুনিক পোষাক পরার কারনে ধর্ষন হয়-তারা কুতায়? কারন গার্মেন্টসের মেয়ে আর পটুয়াখালির গ্রামের গ্রামের মেয়ে কথিত আধুনিক পোষাক পরেনা। ঢাকা শহরে যারা আধুনিক পোষাক পরে ওদের ধর্ষন করতে গেলে সোনা কেটে দেবে।
সুতরাং যারা মনে করে ধর্ষনের জন্য মেয়েরা দায়ী তাদের আন্ডা কাইট্টা দেওয়া উচিত আর ধর্ষকদের সুনা কেটে দেওয়া উচিত।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ভালো কথা কইছেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

আহসান২০২০ বলেছেন: সহমত। কাটা-কাটির দরকার নাই। এমন একখান ইনিশন (ইনজেকশান) দেয়া হইক যেন বাকি জীবন না খাড়ায়। কাটলে ওইখানে ইনফেকশান হবে, পরে এটা আবার ছড়িয়ে পড়বে আশে-পাশে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: আপনার মতটাও খারাপ না। একজাতীয় রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে পুরুত্ব অকার্যকর করে দেয়া যায়। এতে উক্ত ব্যক্তি সারা জীবনের জন্য অকামের হয়ে যাবে। তবে অঙ্গ কেটে দিলে বেশি ভালো হয়। কারণ এটা ধর্ষকের সমাজে সবাই মনে রাখবে। চিকিৎসক দিয়ে কাটলে সমস্যা হবার সম্ভাবনা নেই।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

রি হোসাইন বলেছেন: (y)

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: আপনি কি ইয়েস বলেছেন? তাহলে আপনাকে ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

চেয়ারম্যান০০৭ বলেছেন: সকল ধর্ষক কে ৭ দিনের মধ্যে বিচারের আওতায় এনে মৃত্যুদন্ড দেওয়া হোক।

মেশিন কাটলেও বাচাঁ যায়।কিন্তু ফাসিঁতে ঝুললে রাস্তা নাই। সো ধর্ষনের ৭ দিনের মাথায় বাইন্চোদ দের ঝুলায়া দিলে দেখবেন ১ মাসের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে।

অ।ট: এই ক্ষেত্রে রাষ্ট্রপতি তারে সাধারন ক্ষমা ঘোষনা করলে সেই রাষ্ট্রপতির সোনা কাইটা দিতে আমার আপত্তি নাই।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ৭ দিনের মাথায় কিছুতেই সম্ভব না। আমিতো মনে মৃত্যদন্ড ধর্ষকের জন্য কম শাস্তি। কারণ একটা মানুষ মরে গেলে বা ফাসিঁ দিলে মানুষ কয়দিন মরে রাখে। জঙ্গি নেতা বাংলা ভাইদের কথা কইজনেরবা মনে আছে? এজন্য ধর্ষকের মেশিনটা কেটে দিয়ে রাসায়নিক পক্রিয়া তার যৌন ক্ষুদা নষ্ট করে দিলে সে জীবিত থেকেও মৃত। এতে ধর্ষক লজ্জায় গ্লানিতে কুকরে কুকরে মরবে। বাকীরা দেখবে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

শিক্ষক ৭১ বলেছেন: কিছুই হবে না যদি সে ছাত্রলীগ করে । সকল সমস্যার সমাধান ইসলামী আইন মেনে চলা । এবার বলুন নারীবাদীরা কেন ইসলামী আইনের বিরোধীতা করে এবং বলে ইসলামী আইন বর্বর ? আল্লাহ ওদেরকে হেদায়েত দিন ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ছাত্রলীগ না করলেও ধর্ষকদের বিচার হচ্ছে? আমাদের দেশে যে আইন আছে তা শতভাগ কার্যকর হলেই চলে। বাংলাদেশের সংবিধানের সঙ্গে কোরানের সঙ্গে তেমন সাংঘর্ষিক দেখা পারবেননা। তবে টা এটা যে প্রত্যেক ধর্মের লোক তার ধর্মের অনুশাসন মেনে চললে সমাজে অবিচার থাকবেনা।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বাদল দিনের গান বলেছেন: @ শিক্ষক৭১ আপনার কি কুন বোন আছে, আপন, মামাত, ফুফাত, কাকাত....? থাকলে তাদের কে ইসলামী সরিয়া মুতাবেক আজ থেকেই গৃহে বন্দী করে রাখুন. স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিন. কারণ তা না করলে আপনার বোনেরাও রেপ হতে পারে. তাহলে ইসলামী আইন ও মেনে চলা হবে.

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ভাই আপনি ভিন্ন তর্কে জড়িয়ে গেলেন। কোন ধর্মে নারীদের গৃহবন্দি করে রাখে না।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

হেডস্যার বলেছেন:
বেশি না, ৫ জনেরটা কাটা হোক।
তারপর ফলাও কইরা টিভি রেডিও পত্রিকা সহ সব মাধ্যমে প্রচার করুক পরের দিন থেইকা যদি ধর্ষন প্রায় না বন্ধ হইছে...আমি কান কাইটা দিমু।
আসলে এইরকম আইন করার সাহস করতে বিচিওলা হওয়া লাগে।
সেই বিচি আমাগো সরকারের নাই।
তারা আছে খালি বিরোধী দলের হোগায় আঙ্গুল দিতে ব্যাস্ত।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: ভালো প্রস্তাব। ৫ জনেরটা কেটে দিলেই মাগার সব বন্ধ হয়ে যাবে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নিষ্পাপ কয়েদি বলেছেন: অনেক নিরপরাধ ভাই-বেরাদার ধরা খাইতে পারে।

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: প্রথমতো বিচার হবে। তারপর প্রমাণ হলে তার লিঙ্গ কাটা হবে। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ধর্ষককে প্রমাণ করা সহজ।

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
সহমত

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: সহমত প্রকাশের জন্য ধন্যবাদ।

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

টেকনিসিয়ান বলেছেন: সোনাটারে এভাবে না কেটে নাগা সাধুদের মত ঐ সোনাটারে ধরে টানা টানি করে যৌন ব্যবস্থা স্থায়ী ভাবে নষ্ঠ করে দেওয়া হোক।

Click This Link

হেডস্যার যা বলেছেন তাও করা যায়।

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

htusar বলেছেন: সোনা কাটার দাবির সঙ্গে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.