![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফর্ম পূরন করে ভালমত প্রথম SMS টা পাঠালাম এবং ফিরতি SMS-এ পিন পেলাম,কিন্তু যতবার সেকেন্ড SMS টা পাঠাচ্ছি ততবার “Sorry for inconvenience,system is busy when attempt to deduct balance.Please check your balance and try again.”আমি কমপক্ষে দশ বার চেষ্টা করেছি কিন্তু বার বার একই মেসেজ আসছে।২১ তারিখ ফি জমা দেওয়ার শেষ দিন। Please please please help me
২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
মফিজউদ্দিন বলেছেন: ei dhoroner problem e ami ekbar poresilam, amar problem ta silo ami download documents click koreo kissu hoy na, (jodio password agei esesilo) tobe amar solution ta hoyesilo windows 7 deya pc change kore ami linux system theke amar msg nd download documents button gulo khub valovabei kaz kore silo. Jehetu ajke apnar last date, tai bolte chassi apni ektu kosto kore onno ekta pc theke try koren. Jekhane win7 deya nai. Solution peleo pete paren. Notuba oi page ei hotline no. deya ase okhane call koreo dekhte paren.
Ager cmmnt er sathe sahomat.
৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
এক আলোকবর্ষ দূরে বলেছেন: ভাইয়া, ভুলটা তো এখানেই করেন। কেন শেষদিন অ্যাপ্লাই করতে যান? অন্তত সাতদিন আগে অ্যাপ্লাই করে রাখতে হয়। কারণ, শেষ দিকে এসে সিস্টেম জ্যাম হয়ে যায়। এর আগেও এমনটা হয়েছে। একটু মনে করে দেখবেন যে একবার ১৯-২০ জন ক্যান্ডিডেট আদালতের শরণাপন্ন হয়েছিলেন যে তারা কোন ফিরতি এস.এম.এস. পান নি বলে। অথচ দেখা গেছে যে তারা সবাই শেষ দিন শেষ সময়ে গিয়ে অ্যাপ্লাই করেছিলেন, যখন সার্ভার বিজি থাকে। যদিও তাদের একটা সুরাহা হয়েছিল পরে। তারপরও অন্যান্য ভাইয়েরা যেই পরামর্শ দিয়েছেন, তা চেষ্টা করে দেখুন। আপনার জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৮
আক্তার হোসেন বলেছেন: আপনার আগে পোষ্টে উত্তর দিয়েছি। দেখেন।