![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাগাতার অবরোধ ও হরতালের কারণে গার্মেন্টেসের লাখ লাখ পণ্য স্টক লটে পরিণত হচ্ছে। গার্মেন্টেসের পণ্য স্টক লটে পরিণত হওয়া নতুন কিছু নয় কিন্তু এভাবে লাখ লাখ পণ্য স্টক লটে পরিণত হলে দেশের গার্মেন্টেসের বারোটা বাজতে বেশি দেরি হবে না আবার অনেকে বলছেন বারোটা অলরেডি বেজে গিয়েছে।
গার্মেন্টেসের লাখ লাখ পণ্য স্টক লটে পরিণত হওয়ার কারণে ইদানিং বাংলাদেশে বিদেশী স্টক লট পণ্য ক্রেতার আনাগোনা ব্যাপক হারে বেড়েছে।
কিন্তু লাগাতার এই অচল অবস্থা চলতে থাকলে স্টক লট ব্যবসায়ীদেরকেও পথে বস্তে হবে। মিডিয়াতে সব খবর ঢালাও ভাবে প্রচারিত হওয়ার কারণে অনেক গার্মেন্টেস মালিক তাদের বিদেশী বায়ারদেরকে বোঝাতেই পারছেন না যে দেশের এই পরিস্থিতিতেও প্রডাকশন সম্ভব।
স্টক লট নিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রন রইল স্টক লট বিজনেস সাইট
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
আরিফ আহমেদ বলেছেন: মার্শাল আপনি আমাদের সাইটা ভিজিট করলে খুশি হব
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০
িফল্ড মার্শাল বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য । দেখি কিছু কামাই করা যায় কি না ।