![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক মাত্র ছোট ভাইটির কোটার ফর্ম কেনা ও জমা দেওয়ার জন্য গেলাম জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে। ফর্ম ফিলাপ করতে যেয়ে কলমের কালি শেষ, দেখি ব্যাংকের ভিতরে সোফার উপরে একটি মেয়ে সোজা হয়ে বসে আছে, গেলাম তার কাছে
আমিঃ আপু (উত্তর নাই)
আমিঃ আপু (উত্তর নাই)
এবার একটু কাছে যেয়ে ডাকলাম
আমিঃ আপুউউউউঊঊ
মেয়েটিঃ জী
আমিঃ কলম আছে?
মেয়েটিঃ সিউওর
দেখলাম মেয়েরা ভ্যানিটি ব্যাগে কলম নিয়েও ঘোরে! যাইহোক, কলম পেলাম।
আমিঃ আচ্ছা আপু এই উইনিটে কী কী সাবজেক্ট আছে?
মেয়েটিঃ শুধু একটাই আছে। তুমি!!!!! ফিলোসপি লেখো!!!
আমিঃ ("তুমি" সম্পর্কে সিওর হওয়ার জন্য) সাবজেক্টের কোড লিখবো নাকি নাম লিখবো?
মেয়েটিঃ সাবজেক্টের কোড লেখো!!!!!!!
আমিঃ আপু কোন সাবজেক্টে পড়েন?
মেয়েটিঃ পাব্লিক এ্যাড।
আমিঃ কোন ইয়ার?
মেয়েটিঃ ফার্স্ট ইয়ার!!!!!!!!!!!!!!!!!!!
আমিঃ ও আচ্ছা। আপনার সম্পর্কে জানলাম কিন্তু আমার সম্পর্কে না বলাটা মনে হয় অভদ্রতা হবে, আমি ২০১০-এ ইবি থেকে ম্যানেজমেন্টে বিবিএ আর ২০১২ তে এমবিএ শেষ করেছি। ওহ, আপু এই নেন আপনার কলম টা।
মেয়েঃ (কোন উত্তর নাই, চুপচাপ কলমটা নিল)
আমিঃ আপনার কলমের জন্য ধন্যবাদ।
মেয়েঃ (কোন উত্তর নাই)
আমিঃ আচ্ছা আপু, শিক্ষা বিভাগটা কোন দিকে?
মেয়েঃ (এবারও চুপচাপ, তর্জনি দিয়ে শিক্ষা বিভাগ কোন দিকে দেখিয়ে দিল)
আমিঃ (হাসি মুখে) আবারও আপনাকে ধন্যবাদ।
চার মাস ধরে নিয়মিত সকালে দৌড়াবার ফলাফলটা হাতে নিয়ে হাটা দিলাম শিক্ষা বিভাগের দিকে, কিন্তু ছোট আপুকেটাকে বলা হল না যেঁ, ফাস্ট ইয়ারে এরকম হতেই পারে, সেকেণ্ড ইয়ারে যেয়ে এই ব্যাপারটা আর থাকে না। Dear apu, I have enjoyed the situation!
মনেপরে, ভার্সিটি লাইভে আমাকে ফোর্থ ইয়ারের এক বড় ভাই এমবিএ এর স্টুডেন্ট ভেবে নিয়মিত সালাম দিত কিন্তু আমি ছিলাম সেই সময় ফার্স্ট ইয়ারের ছাত্র। আসলে ব্যাপারটা আমি বুঝতেই পারি নাই সে সময়।
I miss you first year! I miss you
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:০৭
আরিফ আহমেদ বলেছেন: ভার্সিটির আশে পাশে ঘোরা ফেরা করতে থাকেন, হতেও তো পারে!
২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:১০
পলাশের লাল রঙ বলেছেন: কলম তো কিছুই না,পৃথিবীর এমন কোন বস্তু নাই যা মেয়েদের ভ্যানিটি ব্যাগে থাকে না।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
আরিফ আহমেদ বলেছেন: ব্যাপক চিন্তার বিষয়!!!!!!!!!!!
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ২:২০
সীমানা ছাড়িয়ে বলেছেন: ছোট বোন তো তুমি করে বলতেই পারে
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
আরিফ আহমেদ বলেছেন: কী যেঁ কন!!!
৪| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
আমিনুর রহমান বলেছেন:
ব্যাপার না ... তুমি তো কাছের মানুষজনই বলে
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
আরিফ আহমেদ বলেছেন: হুত কাছে গেছি আর পারূম না
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৯
আরিফ আহমেদ বলেছেন: বহুত কাছে গেছি আর পারূম না
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:০২
ইমাম হাসান রনি বলেছেন: চার মাস ধরে নিয়মিত সকালে দৌড়াবার ফলাফলটা হাতে নিয়ে হাটা দিলাম

আপনার ঐ ঘটনার জায়গায় আমি হলাম না কেনু কেনু কেনু