নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফ আহমেদ

আরিফ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Bangladesh Development Bank Ltd. এটা কী করলো?X((X(:((X(

২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

গত মাসে অনেক কষ্টে Bangladesh Development Bank Ltd এ অফিসার পদে আবেদন করলাম। আবেদন করার সময় মোবাইল নাম্বার ও ইমেইল এইডি দিলাম।



অপেক্ষা করছিলাম পরীক্ষার ডেট জানিয়ে ব্যাংক থেকে মোবাইলে মেসেজ বা ইমেল পাবার জন্যে। আর আজ Suddenly আমার এক বন্ধু মোবাইল করে জানালো যে আজ Bangladesh Development Bank Ltd এ অফিসার পদে নিয়োগের পরীক্ষা হচ্ছে।

মনে করলাম হয়তো কোন ভুল করার কারণে আমার আবেদন বাতিল হয়েছে। কিন্তু Bangladesh Development Bank Ltd ওয়েব সাইটে ঢুকে দেখলাম আমার নাম আছে। যদি মোবাইলে বা ইমেলে নাই জানাবে তাহলে এগুলো নিলো কেন।



আবেদনের সাথে আবার ২০০ টাকার ব্যাংক ড্রা ও করতে হয়েছে। সা...রা মোবাইলে জানাবি না ইমেলে জানাবি না তো ট্যাকা নিলি ক্যা? ট্যাকা কী মা....ইয়া আসে?



আমি নিশ্চিত Bangladesh Development Bank Ltd ব্যাংকের মানব সম্পদ বিভাগে কত গুলো গরু বসে আছে, যাদের Bangladesh Development Bank Ltd এর মানব সম্পদ বিভাগে না থেকে মাঠে ঘাস খাওয়ার কথা।X((

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

নিষ্‌কর্মা বলেছেন: আপনি আইনের পথে হাটুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এ জন্য আপনাকে কোর্টে একটা কেস করতে হবে, এবগং প্রমাণ করতে হবে যে আপনার নাম তাদের প্রার্থী তালিকায় থাকা সত্ত্বেও তারা আপনাকে পরীক্ষায় অবতীর্ণ হবার জন্য ডাকে নাই। আপনার দাবীর পক্ষে যুক্তি থাকলে আপনি এই নিয়োগ পরীক্ষার উপরে ইনজাংশান পেতে পারেন। এ জন্য উচ্চ আদালতে যাবে দরকার নাই। ঢাকা বা আপনার এলাকার / জেলা সদরের জজ কোর্টেই আইনি সহায়তা পাবেন।

এমন খামখেয়ালীপনার একটা বিহিত হওয়া দরকার। সেজয়ই এদের কিছু শিক্ষা হওয়া দরকার আছে।

২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

আরিফ আহমেদ বলেছেন: আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

ব্যাংকের সাইটে দেওয়া লিস্টে আমার নাম আছে। লিস্ট আবার এক্সেল ফাইলে,ভাবতেই অবাক লাগে, সরকারী একটা ফাইল যা কি না হওয়ার কথা পিডিএফ সেটি এক্সেলে দেওয়া।

আমিও ভাবছি আইনি ব্যবস্থার কথা কিন্তু ঝামেলায় পরবো না তো?

২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪

আমি অপদার্থ বলেছেন: :-* :|

৩| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৭

েশয়ারফান বলেছেন: ঝামেলা একটু হলেও আপনি এগিয়ে যান। দেখবেন অনেককেই পাশে পাবেন। X(( X(( X((

৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:০৮

ব্যর্থ পাবলিক বলেছেন: আপনার ২০০ টাকা দিয়া বুইরা গুলা ঘাস খাইতাছে। আমি শিওর.. X( X( X(

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

আরিফ আহমেদ বলেছেন: অনেক অনেক ভাল বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.