![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভেচ্ছা নিবেন।
এই ব্লগের কোন ব্লগার অথবা এর বাইরের কেউ যদি ভাল জার্মান ভাষা জানেন (জার্মান ভাষায় পন্ডিত হতে হবে এমন নয়), মোটামুটিভাবে জার্মানীর লোকজনের সাথে কথোপকেথন করতে পারলেই চলবে। যদি এমন উপযুক্ত কেউ থেকে থাকেন আওয়াজ দিবেন আশাকরি। আপনার জন্য রয়েছে বিনাপয়সায় বাংলাদেশ ভ্রমনের এক অপূর্ব সুযোগ। এবং ভ্রমনের পরে আর্কষনীয় পারিশ্রমিক।
আপনাদের অফারটা এই জন্য দিতে পারলাম যে, আমার কম্পানিতে কিছু জার্মান গেস্ট আসছে আগামী ২৬ অক্টবর ২০১৪ইং এবং তারা ১৩ নভেম্বর ২০১৪ইং পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। আপনার কাজ হবে তাদেরকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরবেন, খাবেন এবং তাদেরকে বিভিন্ন জায়গার/স্থাপনা দেখালেন ব্যস এটুকুই। আমাদের পর্যটক এবং আপনি থাকা খাওয়া ৫তারকা হোটেলে করবেন । আপনার এ মূল্যবান সময় ব্যয়ের জন্য আপনাকে সম্মানজনক পারিশ্রমিকও দেওয়া হবে।
এর আগে ইটালীয়ান পর্যটকদের জন্য দোভাষী আমি এই ব্লগ থেকেই পেয়েছিলাম।
যোগ্যতাঃ
১. আপনাকে অবশ্যই মিশুক প্রকৃতির হতে হবে।
২. যদি কেও জার্মান থেকে থাকেন এজবটি তার জন্য আদর্শ।
৩. উল্লেখিত সময়ে কোন ছুটি পবেন না।
৪. শিক্ষাগত যেগ্যতা -কোন কিছু পাশ করার দরকার নেই, ভাল ব্যবহা্রই আপনার যোগ্যতা।
যেকোন প্রয়োজনে যেকোন সময়ে যোগাযোগ করুন-
মিজানুর রহমান
মোবাইলঃ ০১৮১১-৮২ ৮৯ ২২
০১৯৪০- ৬২ ৫০ ৩০
অফিসের ঠিকানা দিলাম না, অফিস উত্তরায়, যদি কেউ দেখা করতে চান ফোন দিয়ে চলে আসুন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
হাসান আিরফ বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
বাকি বিল্লাহ বলেছেন: আমার পরিচিত একজন আছে কিন্ত আমি নিজে জানলে ভাল হত।
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
হাসান আিরফ বলেছেন: পরিচিতজনকে নিয়ে চলে আসুন, চা খেয়ে যাবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫
নাসরিন চৌধুরী বলেছেন: ভাষাতো জানি ---কিন্তু দেশে থাকলে এগিয়ে আসতে পারতাম। যাক পেয়ে যাবেন কাউকে না কাউকে।
ভাল থাকুন।