নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুধার্ত থেকো। বোকা থেকো।

arifce

পথের শেষেই আমার ঠিকানা পথের শেষ কথায় আমি তা জানি না

arifce › বিস্তারিত পোস্টঃ

ভব্যিষতে মক্কা এবং মদীনা শরীফ কিরকম হতে পারে আসুন দেখে নিই

২১ শে মে, ২০১০ বিকাল ৫:১৭

পরবর্তী দুই কি চার বছর পরে মক্কা শরীফ এবং মদীনা শরীফ এর কিরকম পরিবর্তন হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে আরব ইজ্ঞিনিয়ারদের একটি প্রজেক্ট নকশার ডিজাইন থেকে । আসুন দেখি কিরকম পরিবর্তন হতে পারে মক্কা শরীফ এবং মদীনা শরীফ এবং এর আশেপাশের এলাকা সমূহ—



{১} মসজিদে হারামের পাশেই একটি বৃহৎ হাউজিং প্রজেক্ট করার পরিকল্পনা করা হয়েছে তার ডিজাইন নিম্নের ছবিটি







{২} ইনশাআল্লাহ তিন বছর পর বিশ্ববাসী মসজিদে হারামকে নিচের ছবিটির মতই দেখতে পারবেন । তিন বছরের মধ্যেই এই ডিজাইনটি সম্পন্ন হতে পারে







{৩} আগামী বছর থেকে মক্কা মিনা এবং এর আশেপাশের এলাকার সাথে দ্রূত যোগাযোগ ও যাতায়াতের জন্য ইলেকট্রনিক রেল ব্যবস্হা চালু করা হতে পারে ।







{৪} মক্কা শরীফের ভিতরে কাবা ঘরের উপর দিয়ে বিশাল জায়গাতে ৪ টি ছাতার মত আবরন তৈরী করার পরিকল্পনা নেয়া হয়েছে ।ছায়ার সুবিধার্থে ।







{৫} মিনা মক্কা আল-মুকাররামা জামারত নামক এই প্রজেক্টটি প্রায় শেষ হওয়ার পথেই ।







{6} মদীনা হারাম মসজিদ চার বছর পর নিম্নের ছবিটির মতই দেখতে পারে সারা বিশ্ব ।







{7} পৃথিবীর ২য় সর্ববৃহৎ টাওয়ার জেদ্দার নির্মান করার পরিকল্পনা নিয়েছে সৌদী সরকার। যার উচ্চতা হতে পারে ১৬০০ মিটার







{8} নিচে সর্বশেষ যেই ছবিটি তা হলো মক্কা শরীফ ১২ বছর পর কেমন হতে পারে তার ডিজাইন ।









সাহায্যেঃ shohel islam

মন্তব্য ৪৮ টি রেটিং +৪০/-১

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:২১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: +++

২| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:২১

রাজসোহান বলেছেন:
এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?

৩| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:২২

নাজির বলেছেন: +

৪| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩১

মৈত্রী বলেছেন: এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?
[/si
১০০০% একমত।

৫| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩১

বাবুল হোসেইন বলেছেন: সহমত উইথ রাজসোহান।

৬| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩১

আরিফুর রহমান বলেছেন: নাইস ট্যুরিস্ট রিজোর্ট...

দুক্কো.. খালি পাহাড়, সমুদ্র বা বনানী নাই...

খালি মরুভূমি...

৭| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৩

ব্যাধ বলেছেন: রাজসোহান বলেছেন:
এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?

পোস্টে ++++

৮| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৬

রোডায়া বলেছেন: ছবিগুলা সুন্দর৷

৯| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৬

আর.এইচ.সুমন বলেছেন: ভাই রাজ ও ব্যাধ আমিও আপনাদের সাথে একমত...।

১০| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৯

গোধুলী রঙ বলেছেন: রাজসোহানের সাথে সহমত। বছর দুয়েক আগে একটা ইকোনমিক জার্নালে দেখেছিলাম, সৌদি আবর, আরব আমিরাত, কাতার এবং কুয়েত তাদের তেল বিক্রির অর্থের ১% ও যদি ফিলিস্তিন কে দেয় তবে সেখানকার সব সরকারী কর্মকর্তা কে বেতনহীন থাকতে হয় না, প্রতিটা শিশুর শিক্ষা নিশ্চিত করা যায় এবং প্রতিজনের জন্য খাদ্য এবং চিকিতসা নিশ্চিত করা যায়। কিন্তু..................... /:)

১১| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৪৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সময়ের সাথে তাল মেলানো?? ভালোতো।

১২| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৪৮

হেডফোন বলেছেন: এই হইলো মুসলিম লিডারশিপ। ওয়ান্ডার বানানোর জন্য ব্যাকুল হয়ে পড়েছে। মুসলিম বিশ্বের উন্নয়ন বাদ দিয়ে ইবাদতখানার সৌন্দর্য বর্ধনে ব্যাকুল। মনে হচ্ছে কয়েক বছর পর কাবাগৃহ শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র পরিণত হতে যাচ্ছে।


১৩| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫৪

মিআমি বলেছেন:
জানতে পেরে খুশি হলাম

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সময়ের সাথে তাল মেলানো?? ভালোতো।

তারসাথে একমত

আমার একটা পোষ্ট ছিল সেখানে এমন কিছু যারা জানেন তাদের লিখতে বলেছিলাম।
তার জন্য আপনাকে ধন্যবাদ

১৪| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭

নষ্ট ছেলে বলেছেন: পানির মত তেল থাকলে আমরাও বানাইতা:(

১৫| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫৭

ভাম্পায়ার বলেছেন: খুব সুন্দর।

১৬| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫৮

ভাম্পায়ার বলেছেন: হেডফোন বলেছেন: এই হইলো মুসলিম লিডারশিপ। ওয়ান্ডার বানানোর জন্য ব্যাকুল হয়ে পড়েছে। মুসলিম বিশ্বের উন্নয়ন বাদ দিয়ে ইবাদতখানার সৌন্দর্য বর্ধনে ব্যাকুল। মনে হচ্ছে কয়েক বছর পর কাবাগৃহ শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র পরিণত হতে যাচ্ছে।


তাতে সমস্যা কোথায়।

১৭| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:৫৮

অনর্থ বলেছেন: যারা বলতেসেন যে এই টাকা অভুক্ত মানুষের জন্য ব্যয় করা উচিত, তারা মনে হয় আসল ব্যাপারটা ধরতে পারেন নাই।

মক্কা-মদীনা খুব সম্ভবত বাই ফার বিশ্বের সবচাইতে বড় টুরিস্ট স্পট। আমার মনে হয় না পৃথিবীর আর কোন জায়গায় বছরে এত বিদেশি টুরিস্ট যায় (আয়ের দিক থেকে অবশ্য লাসভেগাস এর বেশি হতে পারে, কিন্তু এই আয়ের একটা বড় অংশ আমেরিকানদের কাছ থেকেই আসে। মক্কা-মদীনার আয়ের সিংহভাগ বিদেশিদের কাছ থেকে)

সৌদি সরকার এইসব কন্সট্রাকশন ইসলামের প্রতি ভালবাসায় বা শুধু সৌন্দর্য বর্ধনের জন্য করছে না, করছে তাদের এই টুরিস্ট স্পটটাকে আরো আকর্ষনীয় করার জন্য। ট্যুরিজম যাদের আয়ের বড় উৎস, তারা তো এটা করতে চাইবেই। আমি এর মধ্যে কোন দোষ দেখি না।

আমাদের যেটা করা উচিত, হজ্জ-ওমরার উপর ট্যাক্স অনেকগুন বাড়ায় দেয়া উচিত, বিশেষ করে যারা একাধিকবার যান। নিয়ম করা উচিত যে প্রতিবার যাওয়ার জন্য আগেরবারের চেয়ে দ্বিগুন ট্যাক্স দিতে হবে। তাহলে পয়সাওয়ালা লোক বছর-বছর গিয়ে আমাদের ফরেন কারেন্সী এইভাবে সৌদিদের হাতে তুলে দিতে পারবে না।

১৮| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০০

হাবিবকুল বলেছেন: চুন্দর অয়েচে বাইয়া
পিলাছ দিয়া গেলাম

১৯| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩

ওরাকল বলেছেন: আমাদের দেশে যমুনা ফিউচার পর্ক, বসুন্ধরা সিটি হতে পারলে সৌদিদের আর দোষ কি।

২০| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১১

হেডফোন বলেছেন: @ ওরাকল: বানিজ্যিক ভবন আর ইবাদত খানা ভিন্ন জিনিষ।
@ ভাম্পায়ার: এই ব্যায় মুসলিম দেশের উন্নয়নে রাখা যেতো না? আমি সৌদিতে সেক্রেটারীর কাজ করি, আমাদের চাইতে ইহুদী ফিলিপিনো সেক্রেটারীদের বেতন দ্বিগুন (একই কোম্পানীতে)। কারণ হইলো আমি মুসলিম। বাকিটুকু আপনার চিন্তার জন্য রাইখা দিলাম।

২১| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২২

রাষ্ট্রপ্রধান বলেছেন: কি কন ?হেডফোন

২২| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২২

বিপ্লব কান্তি বলেছেন: ওখানে কি হিন্দুদের ঢুকতে দিবে ।

গেলে ওখানে যেতাম । দর্শনীয় স্হান ।

২৩| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮

সীমাহীন সমুদ্র বলেছেন: কিছু লোকের কথায় মনে হচ্ছে এই বেচারা পোষ্টখানা দিয়া মহা ভুল কাম করছে।এই পোষ্টে কিছু পাবলিক অপ্রাসঙ্গিক ভাবে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন।আরে ভাই ২০০ বছর আগে আপনারা বিমানে চড়তে পারতেন না।এখন বিমানে ক্যান পারলে দুই হাত তুইলা আকাশেও উড়তে পারেন।প্রযুক্তি আপনাগো সবই দেছে।আর প্রযুক্তি যখন ইবাদত খানায় ব্যবহার হইবো তখন ই বিভিন্ন কথা উঠবে।ইবাদত খানায় প্রযুক্তি ব্যবহার করা কি হারাম????কোন হাদিসে আছে??কেউ আবার হজ্জ্বের উপর ট্যক্স বাড়াইতে কয়,কেউ নিজের বেতনের কথাও কয়,যত্ত সব নাবালের(নাস্তিক+আবাল) দল।ওদের দেশে ওরা যেমন মন চায় তেমন ব্যয় করবো তাতে তোমাগো এত মাথা ব্যাথা ক্যান??নিজেরা আকাম কুকাম, দূর্নিতি করবা, ট্যাকা নষ্ট করবা আর ভাতের অভাব পড়লে অন্য দেশে যাইয়া হাত পাতবা।লজ্জা করে না।

২৪| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩০

হেডফোন বলেছেন: @ বিপ্লব কান্তি: অপেক্ষা করেন, কয়েক বছর পরে পারবেন।
@ রাষ্ট্রপ্রধান: সত্যি কথা ভাই। আমরা গরীব দেশের মানুষ বলে আমাদের ক্যাটারিং এর খানা ভিন্ন। সবচেয়ে সস্তা খানা আমাদের। গরীব দেশের মানুষের জন্য সৌদির এক রকম বেতন স্কেল আর ধনীদেশের জন্য ভিন্ন বেতন স্কেল। এমেরিকা যতটুকু ইসলাম ধংশ না করছে, তার চেয়ে সৌদি মুসলিম ধংস করতেসে অনেক গুন বেশি। আমাদের সব ছাগুদের প‌্যাকেট কইরা সৌদি পাঠায়া দেয়া উচিত। দুঃখের কথা বেশি ভাবি না, শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ। ভালো থাকেন রাষ্ট্রপ্রধান ভাই।

২৫| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

হেডফোন বলেছেন: @ সীমাহীন সমুদ্র: তুমি একটা রিফাইনারি বানাও, আমি কাম করুম তুমার ওইখানে। বাংলাদেশে কয় টাকা কামাও মিয়া, চ্যাটাং চ্যাটাং কথা কও। তুমার সৌদি বাদশা তুমাগো অনেক কদর করে। সৌদি আইসা দেখো।

২৬| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

আমি অবুঝ বলেছেন: রাজসোহান বলেছেন:
এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?

২৭| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১০

মোসারাফ বলেছেন: সীমাহীন সমুদ্রের সাথে সহমত।
@হেডফোন মুসলিম বিশ্বের উন্নয়নের ভার সৌদি সরকার নেবে কেন? ইবাদত খানার পিছনে ব্যয় করলে সমস্যা কোথায়? তারা তো বাংলাদেশের মত বাপ আর স্বামীর নাম প্রচারের জন্য অপব্যয় করছে না। বাপ আর স্বামীর নাম প্রচারের জন্য আমাদের নেত্রীগন যে অপচয় করে তা দিয়ে বাংলাদেশের অনেক উন্নতি করা যেত, বিদেশীদের কাছে হাত পাততে হত না। আর আমরা বিদেশী জিনিষ পাইলে বেশী দাম দিয়ে কিনি ভাল মন্দ বিচার করি না। এক্ষেত্রে সৌদিদের দোষ দিয়ে লাভ কি?

২৮| ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:২২

হেডফোন বলেছেন: @ মোসারাফ: মানবতাতে তারা কতটুকু সেটাই তারা প্রমান করে। মুসলিমদের উন্নয়নে মোটেও সচেষ্ট নয়। মক্কার সৌন্দর্য দেখিয়ে আপনাদের বলদ বানাচ্ছে যে তারার মুসলিমদের উন্নয়নে জোয়ার এনে দিচ্ছে। আমার বাবা-মা আস্তিক ছিলেন। আমাক আপনারা নাস্তিক বলেন। আমার বাবা-মা শিখিয়েছেন ও অনেক। কিন্তু আপনারা আমাকে কেন নাস্তিক বলেন। মুসলিমদের অধপতন দেখতে দেখতে এখন হয়তো আমি সত্যি নাস্তিক টাইপের কিছু একটা হয়ে গেছি। ইসলাম ধর্মের বিধানে মুসলিমদের অগ্রাধীকার দেয়ার কথা বলা হয়েছে। বাস্তে দেখি উল্টা। আবার ইবাদতখানার সৌন্দর্যবর্ধনের জন্য বিশাল অপব্যায় এইটা আপনারা গ্রহন করতে পারেন, মুক্ত চিত্তে। সৌদি হলো মুসলমান জাতীর লিডার দেশ। সেখানে যদি এমন ঘটে, তাহলে মুসলিম অধঃপতনে না গিয়ে উন্নতির শিখরে উঠবে??? যা হোক। এখানে কমেন্ট করতে আর রুচিতে কুলাচ্ছে না। ছাগুদের গন্ধে ব্লগটা একদম দুর্গন্ধ হয়ে গেছে।

২৯| ২১ শে মে, ২০১০ রাত ৮:০২

তাশফী বলেছেন: এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না
সহমত

৩০| ২২ শে মে, ২০১০ রাত ২:৩৬

ওরাকল বলেছেন: হেডফোন বলেছেন: @ ওরাকল: বানিজ্যিক ভবন আর ইবাদত খানা ভিন্ন জিনিষ।


-> তা ঠিক। তবে এই আধুনিক স্থাপত্যের অন্যতম কারন আরো বেশি সংখ্যক মুসুল্লির স্থান সংকলন। যদি ধর্মিয় দিকটা বাদ দিয়ে শুধু ব্যবসায়িক দিক নিয়ে চিন্ত করেন তবে অতিসহজেই বুঝবেন এর প্রয়োজনীয়তা।

সৌদি বর্তমানে বিদেশী চাহিদার মাত্র ৬৫-৭০ ভাগ লোক কে হজ্জ করতে দিতে পারে। এর পরও প্রতি বছরই দুর্ঘটনায় প্রচুর লোক মারা যায়। এই ২০০৬ সালেও ১২,০০০ লোক মারা গেছে অপ্রতুল সুযোগ সুবিধার জন্য। সুতরাং অধিক পর্যটকদের স্থান সংকুলন ও নিরাপত্তার জন্য তারা আধুনিক স্থাপনা তৈরী করতেই পারে। আর এর পেছনে বাণিজ্যিক কারন মোটেও হেলাফেলা করার মত নয়। এই ২০০৯ ই ১৬ লাখ বিদেশী শুধু হজ্জ করার জন্য সৌদিয়ারব গিয়েছে।

৩১| ২২ শে মে, ২০১০ রাত ২:৫৪

শয়তান বলেছেন: ঠিকই আছে । তেল আর কয়দিন? এদের তো ধর্ম ব্যবসাই আসল সম্বল

৩২| ২২ শে মে, ২০১০ দুপুর ১:১৩

সীমাহীন সমুদ্র বলেছেন: @হেডফোন সৌদি সরকার বাংলাদেশকে যতটা সাহায্য করে আমারিকা বা অন্য কোন দেশ তার সিকি ও করে না।বিভিন্ন দূর্যোগে সৌদি সরকারই সাহায্যের হাত বাড়ায় দেয়।সিডরের সময় সর্বপ্রথম সৌদি বাংলাদেশকে সাহায্য পাঠায়।যা কিনা মিডিয়াতে তেমন করে প্রচার করা হয় নি।কিন্তু যখনই ১মাস পর আমারিকা সাহায্য পাঠালো তখন আমাদের পত্রিকার প্রধান শিরোনাম হল।সিডরে সৌদি যত সাহায্য করছে অন্য কোন দেশ তার কাছে কিছুই না।আর হেডফোন বলেন উনারে নাকি বেতন কম দেয়।খাইতেও কম দেয়।মার কাছে কয় মামু বাড়ির গল্প।আমার ফ্যামিলিতে আমি সৌদিতে না থাকলেও আমার ফ্যামিলির ৩ জন সৌদি থাকে।তারা সৌদি সরকারে প্রসংশায় অষ্টমুখ।খাওয়ায় সমস্যা হইলে দ্যাসে আইসা পড়েন......অনেক দিন দ্যাসের দামী খাবার খান না.........সস্তা খাবার খাইয়া খাইয়া প্যাট খারাপ করেন ক্যা।পরে আবার সৌদি সরকারের দোষ দিয়া বলবেন আমার প্যাট খারাপের জন্য সৌদি দায়ী ।ওখানে ডাক্তারও সস্তা ।:P :P :P


বাংলাদ্যাশে আইসা দেখবেন দঃখ ঘুচা যাইবো ।আমাগো বাজারে আজকাল সস্তা খাবার পাওয়া যায় না।বাজারে মরা চালের কেজি ও ২৫ টাকা। =p~ =p~ =p~ =p~ =p~
আর আপনি এক কাজ করেন চাকরিডা ছাইড়া দ্যান।আপনার জন্য দুঃখ হয়। :(( :(( :(( :(( :((
আহারে কতকাল দামী খাবার খায় না... :(( :(( :(( :((

৩৩| ২২ শে মে, ২০১০ দুপুর ১:৩৬

অস্থির পোলাপাইন বলেছেন: কৈ যামু !! এবাদত খানার সৈন্দর্য বর্ধন হইতাছে এইটা কেডা বলল??
"কাবা শরিফ" যে নকশায় করা হইছিল সেই মুল নকশার পরিবর্তন করার সাহস কোন মুসলিমের নাই....কয়েকটা অটোমেটেড ছাতি লাগানোর কথা আছিল কিন্তুক "কাবা" কর্তৃপক্ষ এখনও অনুমোদন দেয় নাই...কয়েকজন চিল্লাইতাছে যে এবাদত খানারে সৈন্দর বানাইতেছে!!!!
এই ভিত্তিহিন কথা কেডা কইছে.....মক্কায় হজ্জের সময় কি পরিমান আবাসন সংকট হয় এইটা কি জানেন না??? বাইরে তাবু টাংগায় মানুষ থাকে, আবাসন সংকট মোকাবিলার জন্য সৈাদি সরকার তিন-বছরে মক্কার চারপাশে ২ লাখ ফ্ল্যাট বানানোর যে প্রজেক্ট নিছে ঐ টারে আপনারা কৈ তাছেন "এবাদত খানার" উন্নয়ন!!!
মানুষ কস্ট কৈরা হজ্জ করব এইটা যারা মাইনা লইতে পারে হেরাই যখন "মানব সেবার" কথা কয় তখন হাসি ও পায় কান্নাও আসে :) :) :( :(

৩৪| ২২ শে মে, ২০১০ দুপুর ১:৩৮

হেডফোন বলেছেন: @ সীমাহীন সমুদ্র: আমার একজিট প্রসেসিং শেষের পথে। বাংলাদেশে চলে আসতেছি, এক মাস এর মধ্যে। আপনার সৌদি প্রবাসী আত্নীয়কে জিজ্ঞাসা কইরেন যে তারা সৌদি পুলাপানের ছোড়া পাথর কয়বার খাইসে। এইটা এখানকার বাচ্চাদের খেলা। রাস্তায় সৌদি ছেলেরা রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় আমার মুখে পানি ছুড়ে মেরে গাড়ি দিয়ে ড্রাইভ করে চলে গেছে। সাইকেল দিয়ে যাওয়ার সময় সৌদি ছেলেরা তাদের মাথার সৌদি ব্যান্ড দিয়ে বাড়ি দিয়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটে। আমার কলিগ এর একটা সাইকেল ছিলো, সে সাইকেলের ব্রেক এর তার কেটে নিয়ে যাচ্ছে এক সৌদি ছেলে, তখন আমার কলিগ তাকে থামতে বল্লে সৌদি ছেলে বলেযে গাড়ির জন্য তারের দরকার, তাই সে ভালো সাইকেলের ব্রেকঅয়ার কেটে নিয়ে যাচ্ছে। আমার রুম মেটকে ডেকে সৌদি ছেলে বলে, আমার গাড়িটা ধুয়ে দাও টাকা দিবো, আমার রুমমেট ও সেক্রেটারী সে গাড়ি ধোয় না, কিন্তু তাকে দৌড়ে এসে মারধর করে এবং তার মোবাইল নিয়ে যায়। কে কি বল্লো সেইটা না দেইখা আপনে নিজে আসেন। তার পর পাক পাক কইরেন।

৩৫| ২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪৯

সীমাহীন সমুদ্র বলেছেন: @হেডফোন পোলাপানগো ক্যাচাল শুরু করছেন????আমার ২ বছরের ভাগিনা ছুরি দিয়া তার রাস্তার এক লোকেরে পোচ দিছিল।বাংলাদেশের অবস্থা আরো খারাপ ভাই।ওইখানেই ভালো।

৩৬| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১২

হেডফোন বলেছেন: @ সীমাহীন সমুদ্র: আপনার ভাগিনা কি সৌদিতে থাকে? আর সৌদি পোলাপানেরা ২ বছরের না, এট লিষ্ট ১৬+। পোলাপানেগো কথা বাদ দিয়া বাকি গুলা কি বলবেন? আপনার আত্নীয় আছে ঠিক, তবে আপনাদের সাথে তারা এগুলা শেয়ার করে না বলেই আমার বিশ্বাস। আমার কথা বিশ্বাস না করেন সমস্যা নাই। আপনার আত্নীয়রা কোথায় থাকে আমাকে বলবেন প্লিজ। আমি হয়তো তাদের কাউকে চিনতেও পারি। ফোন নম্বর থাকলে দেবেন প্লিজ। সৌদিতে আমরা বাংলাদেশিরা আত্নীয়ের মতো থাকি। মাঝে মাঝে কথা বল্লে ভালো লাগে। আর আমার কথাগুলা আপনের আত্নীয়দের জিজ্ঞাসা কইরা দেইখেন কি বলে। তবে আপনার আত্নীয়রা জদি ডাক্টার হয় তাইলে ভিন্ন কথা, কারন তারা সব সময় গাড়ি দিয়া চলাফেরা করে, আমি নগন্য সেক্রেটারী, গাড়ি হাকানোর মুরাদ নাই, তাই ইট পাটকেলের ভয়ে ভয়ে জড়-সড় হয়ে চলাফেরা করি। যা হউক আপনার আত্নীয়দের নম্বর থাকলে ইমেইলে দিতে পারেন [email protected] । সৌদির বেহাল দশা আমার আর ভালো লাগে না। বাংলাদেশ ই আমার কাছে বেশি ভালো। তবে ছাগু, দেশদ্রোহী, রাজাকারদের লাইন ধরলে আমার বিদ্রহ অব্যাহত থাকবে। আপনে না জাইনা আমার সাথে ক্যাচাল বাজাইসেন, আগে জানেন তার পরে আইসেন, কারন আমি শুইনা শিখি নাই, আমি প্র্যাক্টিকাল্লি থাকি। যা হউক, আপনের সাথে ক্যাচালের আমার আর ইচ্ছা নাই। ভালো থাকেন

৩৭| ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:২২

সীমাহীন সমুদ্র বলেছেন: হেডফোন ভাল থাকবেন।

৩৮| ২৫ শে মে, ২০১০ রাত ১২:১১

মোসারাফ বলেছেন: @হেডফোন খারাপ লোক সব দেশেই আছে। পহেলা বৈশাখে ঢা,বি, তে নারীদের লাঞ্ছিত করা হয়েছে, এটা যদি কোন বিদেশী তার দেশে গিয়ে বলে যে বাংলাদেশীরা খারাপ তাহলে কেমন লাগবে? সৌদি কিশোররা আপনাকে ঢিল ছুড়েছে এটা অবশ্যই দুঃখজনক। কিন্তু বাংলাদেশের অনেক কিশোর বিদেশী দেখলে তাদের হেনেস্থা করে ছাড়ে। মসজিদ সম্প্রসারন যদি খারাপ হত তাহলে খলিফায়ে রাশদিন এর আমলে কাবা ঘরের সম্প্রসারন হত না।

ছাগুদের গন্ধে ব্লগটা একদম দুর্গন্ধ হয়ে গেছে। ভাল করে সাবান দিয়ে শরীর ধুয়ে নিন। গন্ধ দূর হয়ে যাবে।

৩৯| ২৬ শে মে, ২০১০ দুপুর ১২:৫১

সীমাহীন সমুদ্র বলেছেন: মোসারাফ বলেছেন:
ছাগুদের গন্ধে ব্লগটা একদম দুর্গন্ধ হয়ে গেছে। ভাল করে সাবান দিয়ে শরীর ধুয়ে নিন। গন্ধ দূর হয়ে যাবে।

৪০| ২৭ শে মে, ২০১০ বিকাল ৪:৪৬

শূণ্য উপত্যকা বলেছেন: এই পোস্টেও ছাগুর গন্ধ!!!!!!!!!!!
কত কি যে খুজব আমরা

৪১| ০১ লা জুন, ২০১০ দুপুর ১:০৮

বন্ধন ১৯৮৩ বলেছেন: রাজসোহান বলেছেন:
এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?

৪২| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

সাইফুল আলম সারোয়ার বলেছেন: "এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?"

তাহলে তো হজ্জ্বও করাও দরকার নাই।
হজ্জ্ব করার টাকাগুলো অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হবেন ?

কেয়ামতের লক্ষণ।
এবাদতখানা গুলো খুব সুন্দর হচ্ছে।

৪৩| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

হায় ঈশ্বর! বলেছেন: হেডফোনের সাথে একমত ..এইসকল আরব দেশ গুলো তে গরিব দেশের জন্যে এক বেতন এবং বড়লোক দেশের জন্যে অন্যরকম . এরকম কথাও সুনেছি বড়লোকদের খবর খরচ বেশি তাই তাদের বেতন বেশি দেয় . তবে এর জন্যে বাঙালিরাও কম দায়ী নয় . সরকারের দূরদর্শিতার অভাব , অবৈধ আদম ব্যবসা , আমাদের দারিদ্র সমান ভাবে এর জন্যে দায়ী .

৪৪| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০০

হায় ঈশ্বর! বলেছেন: একমাত্র হেডফোন আমার দুঃখ বুজবো মোমিন আরবী মুসলমান যে কি জিনিস সেটা কেও বুজলো না . :((

মুসলিমদের একটাই সমস্যা অতিরিক্ত অর্থ তাদের বিলাসী করেছে , গেয়ান চর্চার থেকে দুরে সরিয়ে নিয়ে গিয়েছে .

৪৫| ১০ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৬

আশাবাদী মানুষ বলেছেন: পোস্টে +

হেডফোনের সাথে একমত। আমার অভিজ্ঞতাও একই রকম।

৪৬| ২৫ শে মার্চ, ২০১১ সকাল ৭:৪৯

তাজ উদ্দীন সুমন বলেছেন: কি পোষ্টে কি কমেন্ট। কিছু লোক ইসলামের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠে। মক্কা মদিনার পরর্বতি কি পরির্বতন হবে তাই এখানে বলা হয়েছে। আর এর পরিবর্তন শুধু সুন্দর করার জন্য না যত দিন যাচ্ছে লোক সংখ্যা বেড়ে চলেছে সময় এর দাবিতে এসব করতে হচ্ছে। যারা হজ্ব করতে আসেন তারা বুঝে কত কষ্ট করতে হয় এখনত্ত । কখনত্ত পানির কষ্ট কখনত্ত যান জটের কষ্ট। গত হজ্বে আমার ফুফত বোন মারা গেছে শুধু মাত্র যানয্টের কারনে সময় মত হসপিটালে নিতে পারলে হয়ত আজ উনি আমাদের মাঝে থাকতেন।

গরিব লোকের কথা তখন কেউ বলে না যখন আমাদের মত গরিব দেশে হাজার কোটি টাকা খরচ করে বিশ্বকাপ হয়, কোটি টাকা লুটপাট হয় । রাজাকার দমনে কোটি টাকা খরচ হয় অথচ যারা যুদ্ধ করল এমন অনেক পরিবার না খেয়ে আছে প্রতিদিন টিবি খুললেই দেখতে হয়। লালুর মত মুক্তিযোদ্ধা যনি শেখ মুজিব এর কোলে উঠে সনদ নিয়েছেন তিনি সরকারি হসপিটালের একটা বেট পযর্ন্ত পাননি মরার পর রাষ্ট্রিয় মযার্দয় তার লাশ দাফন হয়। তাই আজ কাল যারা গরিবের কথা বলে স্বাধিনতার কথা বলে তাদের কে ভন্ড মনে হয়।


সৌদি পোলারা যা করে আমাদের পোলারা তার থেকে কত ভাল। এক জেলার লোক অন্য জেলায় বসবাস করলে তাদের যে কত ভোগান্তি তা কম বেশি আমরা সবাই জানি। এখানে কোন সমস্যা হলে যে কেউ পুলিশের সাহয্য আশা করতে পারি আমার দেশে আমার পুলিশ আমার কথাটা পর্যন্ত শুনতে রাজি না যতক্ষন পযর্ন্ত উপর থেকে কোন ফোন বা ঘুষ না দেত্তয়া হয়।

৪৭| ২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৩২

ইশাতের দুনিয়া বলেছেন: গোধুলী রঙ বলেছেন: রাজসোহানের সাথে সহমত। বছর দুয়েক আগে একটা ইকোনমিক জার্নালে দেখেছিলাম, সৌদি আবর, আরব আমিরাত, কাতার এবং কুয়েত তাদের তেল বিক্রির অর্থের ১% ও যদি ফিলিস্তিন কে দেয় তবে সেখানকার সব সরকারী কর্মকর্তা কে বেতনহীন থাকতে হয় না, প্রতিটা শিশুর শিক্ষা নিশ্চিত করা যায় এবং প্রতিজনের জন্য খাদ্য এবং চিকিতসা নিশ্চিত করা যায়। কিন্তু..................... /:)

৪৮| ২৪ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৪৩

মামুণ বলেছেন: রাজসোহান বলেছেন:
এত টাকা এইখানে খরচ না করে , বিশ্বের অভুক্ত মানুষদের পেছনে খরচ করলে কি আল্লাহ বেশি খুশি হইত না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.