নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ সংকেত

সবুজ সংকেত › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ তাআলার যমীনে নত হয়েই থাকতে হবে ৷

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৩

অনেককে মাঝে মাঝে পোস্ট করতে দেখা যায় যে সে ধার্মিক না বলে খুব গর্ববোধ করে থাকে ৷ এক্ষেত্রে বিভিন্নজনের রয়েছে নানারকম উদ্ভট, অযৌক্তিক ও অসত্য যুক্তি ৷ কেউ যুক্তি দেয় তার অমুক ধার্মিক বন্ধু -যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ধর্ম কর্ম ভালই করে - ধার্মিক হওয়া সত্ত্বেও বিভিন্ন অশ্লীল ও অনৈতিক কাজে লিপ্ত ৷

অতএব ধার্মিক না হয়ে অধার্মিক হওয়াই ভাল ৷প্রথমতঃ বলব,ব্যাঙ হাঁটু পানিতে নেমেই তাকে সাগর মনে করে থাকে ৷ তাই যারা এরকম ভাব পোষণ করছেন এখনো তারা যে খুব উন্নত কাজে লিপ্ত সেরকম ভাবার কোন অবকাশ নেই ৷

একজন কিংবা কয়েকজন মানুষকে দিয়ে একটা ধর্মকে আপনি যাচাই করতে পারেন না ৷ একটা ধর্মকে যাচাই করতে হলে সে ধর্মের নবী,ধর্ম গ্রন্থ গবেষণা করতে হবে ৷

সারাজীবনে কথনে পশ্চিম দিকে ফিরে একবার ও আছাড় খায়নি কিন্তু তাকে যখন দিকে ইসলামের মৌলবাদিতা (?)আর মৌলিকত্বের মুণ্ডুপাত করছে, ইসলামের নানারকম নীতির অসারতা আর অযৌক্তিকতা (!) তুলে ধরে তখন গ্রামের একটা প্রবাদ খুব মনে পড়ে "খালি কলস বাজে বেশী "৷

মুসলমান মাত্রই তাকে ধর্ম মানকে হবে ৷ উদারতার নামে ধর্মহীনতার সয়লাবে গা ভাসিয়ে দেয়ার কোন সুযোগ নেই ৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

বালক বন্ধু বলেছেন: একটা বিষয় মাথায় রাখতে হবে। ইসলাম কোন ধর্ম না। এটা জীবন ব্যবস্থা।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

মোঃ সানাউল্যাহ্ বলেছেন: সবাইকে মাথায় রাখতে হবে....

”মানুষকে দিয়ে ধর্মকে যাচাই নয়..... ধর্ম দিয়ে মানুষকে যাচাই করতে হবে”

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

সবুজ সংকেত বলেছেন: স্যরি, ভুল হয়েছে নামটা লিখতে ৷! @সানাউল্যাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.