![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সাধারণ প্রশ্ন ! জেনারেল এরশানের
কেনো পতন হয়েছিল ?
অথচ তার
পরবর্তী গণতান্ত্রিক
শাসনামলের চেয়ে তার
শাসনামল কোনোভাবেই মন্দ ছিল না ! আইএমএফ(ইয়াজুদ্
দীন- মইনুদ্দীন-ফ খরুদ্দীন) সরকারের
বিরুদ্ধে কেনো মন্দ মন্তব্য
করা হচ্ছে ?
অথচ তাদের
শাসনামলে জানের
নিরাপত্তা বর্তমানের গণতান্ত্রিক
শাসনব্যবস্থা থেকে ভালো ছিল ? দোষ একটাই, তখন
গণতন্ত্র
ছিল না ! অর্থাত গণতন্ত্র
ছাড়া যদি কোনো দেশ
স্বর্গরাজ্যে পরিণত
হয়ে যায় তবুও
এটা পশ্চিমাদের
দৃষ্টিতে শাসন নয় বরং শোষণ ! আবার গণতান্ত্রিক পন্থায়
যদি দেশ
নরকরাজ্যে রূপান্তরিত
হয়ে যায় তবুও পশ্চিমাদের
দৃষ্টিতে দেশে ন্যায়ের
শাসন চলছে ! আবার গণতান্ত্রিক পন্থায়
যদি ইসলামি দল ক্ষমতায়
আসে তবুও এটা গণতন্ত্র নয় !
বরং ইসলামি দলকে বন্দুকের
নলে হটিয়ে দেওয়াই
গণতন্ত্রকে রক্ষার আন্দোলন । যেমন- মিসরের সামরিক
অভ্যুত্থান সম্পর্কে মার্কিন
পররাষ্ট্রমন্ত্র
ী জনকেরি বলেছেন,
মিসরে গণতন্ত্র রক্ষার
জন্যেই সামরিক অভ্যুত্থান হয়েছে ! আবার পশ্চিমা তোষণ
করে রাজতন্ত্র-স্বৈর াচার বজায় রাখাও তাদের
দৃষ্টিতে গণতন্ত্র ! যদিও একথা আমাদের
কাছে কাছে বারবার
প্রমাণিত
হয়েছে যে গণতন্ত্র
হচ্ছে মানবহত্যার নীরব
অস্ত্র, এটি হচ্ছে মুসলমানদের
জন্যে প্রাণসংহারক বিষ !
তবুও
পশ্চিমারা আমাদেরকে বোঝায়
যে এই বিষই নাকি আমাদের
জন্যে ওষুধ !!! আমরাও এমন জাতি যে,
আমরা বিষের তরে আন্দোলন
করে মরতে রাজী, তবুও
শরীয়াহ প্রতিষ্ঠার
তরে লড়াই করে শহীদ
হতে রাজী নই !!!!
—হানীন ইলদারম
©somewhere in net ltd.