![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নতুন পৃথিবীর সন্ধানে শুরু করেছি পথ চলা।জানি এক সময় এই পথচলার দৈর্ঘ্যটুকু শেষ হয়ে যাবে।তবে বেঁধে দেওয়া সেই স্বল্প সময়ের ভিতরে থেকে চেষ্টা করছি কিভাবে সুন্দরের সাথে থাকা যায়,কিভাবে সত্যের মশাল হাতে নিয়ে দৌড়ে ছুটে চলা যায়?যেভাবে সময় ছুটে চলছে;জীবনের অবলোপন করে ক্রমাগত মহাকালের দিকে।আমি কি পারব রক্তে প্রজ্জলিত শিখা হাতে নিয়ে সেই দৌড়ে ঠিকে থাকতে?জানিনা পারব কি না!তবে এই কথাটি জানি যে, আমাকে পারতে হবে।এই পারা না পারার খতিয়ানে যারা অংশগ্রহন করতে ইচ্ছুক,সেই মানুষগুলির সাথে তর্কযুদ্ধে হারতে হারতে জিতে যাওয়ার অপেক্ষায় দিনগুনি।
বাঙ্গালীদের ঘুমের ঘোরে
স্বপ্নেরা খেলা করে
কখনো আসে রাজকুমার ,কখনো বা রাজকুমারী
কুমারী বলে,
"নীল আঁচলের ছায়া তলে
রাখব তুমায় বন্দি করে"।
শুনতে পেয়ে সেই অমর বাণী
বাঙ্গালিদের শুরু হয়ে যায় কানাকানি;
মধ্য আয়ের রথ চলেছে
টক-শোতে খই ফুটেছে
তনুর বাবার বুক ফেটেছে
তাতে আমার কি?
বাংলা এবার সোনা হবে
ইতিহাসে নাম লিখাবে।
শিক্ষকদের কল্লা গেলে
তাতে আমার কি?
টিভিগুলো সব বাজিয়ে চলেছে
উন্নয়নের ডোল।
তুমি শালা পড়ে আছ
লিখতে শুধু ভুল।
পুড়ছে,পুড়ুক না, স্বদেশ
নীল আঁচলের ছায়া তলে
বাঙ্গালীরা ভালো আছে বেশ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ২:৩১
মহা সমন্বয় বলেছেন: ছন্দের দারুণ সমাহার ঘটিয়েছেন।
ভাল লাগল