![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিফাতুল ইসলাম। ডাক নাম বাবু । আমি ছোট খাটো একটা আইটি সেন্টারে চাকরী করি । একা থাকি স্বাধীন চিন্তা করতে ভালবাসি, সবকিছুর উপরে মানবতাকে এগিয়ে রাখি।
মানবতাবাদী কবি ও সূফী সাধক ফকির বুল্লে
শাহর (১৬৮০-১৭৫৭) আসল নাম সৈয়দ আব্দুল্লাহ
শাহ আল কাদেরী। তিনি পাঞ্জাবের
লালন ফকির নামে খ্যাত। তাঁর কবিতা
থেকেই বলিউডের বিখ্যাত "ছাইয়া ছাইয়া"
গানটি নেয়া হয়েছিল। বর্তমানে "বুল্লেয়া"
গানটিও তাঁরই কীর্তি। তাঁর দুটি গানই করন
জোহর প্রযোজিত ছবিতে নেয়া হয়েছে।
ফকির বুল্লে শাহের যুগে প্রায়ই মুসলিম- শিখ
দাঙ্গা হত। একবার পাঞ্জাবে কিছু পথভ্রষ্ট
শিখ নিরীহ মুসলমানদেরকে হত্যা করেছিল।
প্রতিবাদস্বরূপ মুসলমানেরাও শিখদের
গ্রামে হামলা করে নিরীহ শিখদের হত্যা
করে। এমতাবস্থায় ফকির বুল্লে শাহ দৃঢ় কন্ঠে
নিরীহ শিখ হত্যার প্রতিবাদ করেন। তিনি
বলেন, "সন্ত্রাস কখনোই সন্ত্রাসের ; হত্যা
কখনোই হত্যার জবাব হতে পারেনা। " যার
ফলে পাঞ্জাবের মুসলমান কাঠমোল্লারা
ফকির বুল্লে শাহকে অনেক শারীরিক ও
মানসিক নির্যাতন করে, তাঁর ঘরবাড়ি
পুড়িয়ে দেয়। পরে অবশ্য তাঁর জীবদ্দশায়ই
আস্তে আস্তে বুল্লে শাহ পাঞ্জাব এলাকার
শান্তির প্রতীকে রূপান্তরিত হন।
ফকির বুল্লে শাহর মাজার শরীফ
পাকিস্তানের কাসুর এলাকায় অবস্থিত।
©somewhere in net ltd.