![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিফাতুল ইসলাম। ডাক নাম বাবু । আমি ছোট খাটো একটা আইটি সেন্টারে চাকরী করি । একা থাকি স্বাধীন চিন্তা করতে ভালবাসি, সবকিছুর উপরে মানবতাকে এগিয়ে রাখি।
বেশি আশা করাটা বাড়াবাড়ি
ব্যথাবিহীন জীবন আশা করাটা বাড়াবাড়ি,
ব্যার্থবিহীন জীবন আশা করাটা ভাল।
কারণ ব্যাথা হচ্ছে আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা।
আমরা যতই ব্যথাকে অপছন্দ করি না কেন.
এবং কেউই কিন্তু ব্যাথাকে পছন্দ করে না ,
তবু্ও ব্যাথা খুব গুরুত্বপূর্ণ,
আর ব্যাথার জন্য আমাদের কৃতজ্ঞ হ্ওয়া উচিত
তবে এক ধরণের ব্যাথা আছে যা কোন কাজে লাগে না ।
তা হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাথা ।
এটা সেই সম্ভ্রান্ত শ্রেণীর ব্যাথা , যা দেহের প্রতিরক্ষার জন্য নয় ।
এটা একটা আক্রমণকারী শক্তি।
এটা একটা অভ্যন্তরীণ ধ্বংসকারী,
ব্যাক্তিগত সামর্থ্যের উপর আক্রমণাত্মক হামলাকারী,
ব্যাক্তিগত সখের মাখে এক বিরামহীন অনপ্রবেশকারী,
আর জীবনের জন্য এক অবিরাম উৎপীড়ন ।
দীর্ঘস্থায়ী ব্যাথা হচ্ছে মনের লাফ দেওয়ার জন্য সবচেয়ে কঠিন বাধা।
মাঝে মাঝে লাফ দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাড়ায়।
তবু্ও আমাদের অবশ্যই চেস্টা চালিয়ে যেতে হবে।
আরো চেষ্টা করতে হবে ।
আরো চেষ্টা করতে হবে ।
কারণ, তা না করলে এটি ধ্বংশ করে ফেলবে আমাদেরকে ।
আর এই যুদ্ধ থেকে আসবে কিছু ভালো দিক ।
ব্যথাকে জয় করার সন্তষ্টি ।
সুখ ও শান্তিকে লাভ,
জীবনে এটার বিনিময়ে।
এটা একটা বলার মত অর্জন ,
এমন একটা অর্জন, যা খবই বিশেষ কিছু, খুব ব্যাক্তিগত,
একটা সতেজ অনুভূতি ,
ভেতরের একটা শক্তি,
যাকে বুঝতে হলে এমন অভিজ্ঞতা লাভ করতে হবে ।
তাই ব্যাথাকে গ্রহণ করতে হবে সাদরে ,
মাঝে মাঝে এমনকি ধ্বংসাত্মক ব্যাথাক্ওে।
কারণ এটা হচ্ছে প্রকৃতির একটা অংশ,
আর মন এটার যথাযথ ব্যবস্থা নিতে পারে,
বার বার এরূপ চর্চার মধ্য দিয়ে মন আরো শক্তিশারী হয়ে উঠতে পারে ।
©somewhere in net ltd.