![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রিফাতুল ইসলাম। ডাক নাম বাবু । আমি ছোট খাটো একটা আইটি সেন্টারে চাকরী করি । একা থাকি স্বাধীন চিন্তা করতে ভালবাসি, সবকিছুর উপরে মানবতাকে এগিয়ে রাখি।
" মানুষের প্রথম পরিচয় সত্যে,
দ্বিতীয় পরিচয় চরিত্রে, তৃতীয় পরিচয় সরলতায়,
চরম পরিচয় পরার্থে আত্মোৎসর্গে ॥ "
মানুষ কি সত্যবাদী , তারা সত্যের জন্য সবকিছু বিসর্জন করছে বা করতে প্রস্তুত? তাদের চরিত্র কি আদর্শবান সরূপ ? তাদের দেখে বুঝা যায় সরলতা আর সাহসীকতায় সমাজকে আলোকিত করেছে। আজ সবাই যার যার স্বার্থ দেখে . নিজের স্বার্থের কারণেই সমাজে এত নিষ্ঠুরতা অত্যাচার বেবিচার, অথচ মানুষ যদি তার নিজে থেকে একটু আত্মোৎসর্গ করতো তাহলে সমাজের চেহারাটাই উজ্জল দেখাতো।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৮
রিফাতুল ইসলাম আরাফাত বলেছেন: তাহলে পাইকারী সংলাপ কোনটা বলে দিন
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০১
মার্কো পোলো বলেছেন:
ভালই বলেছেন।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৮
রিফাতুল ইসলাম আরাফাত বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০২
রক্তিম দিগন্ত বলেছেন:
ভুল বললেন।
মানুষ যদি সত্যিকার অর্থেই মানুষ হত - তাহলেই সমাজের চেহারা পালটে যেত।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৮
রিফাতুল ইসলাম আরাফাত বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
এগুলো খুচরা আলাপ, সবাই সমাজ বিজ্ঞানী হয়ে যাচ্ছেন?