নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ..

আরিফুর রহমান পলাশ

একজন ভালোমানুষ হবার চেষ্টা করছি

আরিফুর রহমান পলাশ › বিস্তারিত পোস্টঃ

আজ আমার ছ্যাকাদিবস, সবাইকে ছ্যাকাময় শুভেচ্ছা |-) |-) |-) |-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

আজকে আমার ছাকা খাওয়ার চার বছর পুর্তি হল :(( । আসেন সবাই মিষ্টি খাই :) । চার বছর খুব বেশী দিননা।

আমার কাছে এইত সেদিন মনে হয়।

ঘটনার সুত্রপাতঃ

তখন ২০০৯ সাল, এইচ এস সি পরিক্ষার্থী ছিলাম। জসীমউদ্দিন রোডের এক বাসায় নিয়মিত মডেল টেস্ট দিতে যেতাম। সেইদিন ও যাচ্ছিলাম আমি ও আমার রুমমেট সজীব। হটাত লক্ষ করলাম, আমাদের সামনে স্কুল ভ্যান যাচ্ছে। বেশ কিছু ছেলেমেয়ে গল্প করছে। একটা পিচ্চি মেয়ে আমাকে জিজ্ঞাসা করল, ভাইয়া আপনারা কি ভার্সিটিতে পড়েন ? আমি হেসে উত্তর করলাম না আপু আমরা কলেজে পড়ি। কোন ক্লাসে পড়ে তা জিজ্ঞাসা করতেই সে উত্তর করে, ভাইয়া আমি ক্লাস ফাইভে পড়ি। তবে হ্যা, ভাইয়া ডাকটা কেমন জানি... :P :P :P :P :P :P

এরপর আরো বেশ কিছু কথা হল। একসময় পিচ্চি বলে “ভাইয়া আমি আপনাকে ভালবাসি” :-B :-B :-B :-B :-B :-B

তার লাজুক হবার কথা, কিন্তু আমি বেশ লাজুক হয়ে গেলাম... হাজার হোক জীবনের প্রথম শোনাতো... :P :P :P :P :P :P

আমিও হেসে উত্তর করলাম “আপু তুমিতো অনেক ছোট , ঠিক আছে সমস্যা নাই তুমি আরো বড় হও” B-)) B-)) B-)) B-)) B-))

এর পর মেয়ে আমাকে ছোটখাট একটা বাঁশ দিয়ে বলল, “ছিঃ ছিঃ ভাইয়া, আপনি যা মনে করছেন তা নয়, আমি আপনাকে ছোট বোন হিসেবে ভালবাসি” B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

আহারে পুরাই ছ্যাকা খেয়ে গেলাম... শুধুমাত্র বোন ও গার্লফ্রেন্ড না থাকার কারনে বোনের ভালবাসা আর গার্লফ্রেন্ডের ভালবাসার পার্থক্য করতে পারলাম না... :( :( :( :( :( :(

যাই হোক এবার প্রেম করব বলে নিয়ত করেছি। সবাই দোয়া করবেন যেন অকালেই ছ্যাকা না খাই। /:) /:) /:) /:) /:) /:)

:((

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

নীল-দর্পণ বলেছেন: হা হা হা.........মেয়ে কিন্তু সেইরকম পাকনা তাই আপনার অ্যাডভান্স ভাবনায়....... ;) =p~ :P

এই শেষ বয়সে এসে কেন প্রেমের শখ জাগলো! শুভকামনা আপনার জন্যে :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

আরিফুর রহমান পলাশ বলেছেন: ভাই পুরাই বাঁশ খেয়ে গেছি |-) । খুব মনে হয় বেশী বয়স হয়নাই। মাত্রতো অনার্স ৩য় বর্ষ :#) । বাকিজীবন পড়েই আছে =p~ =p~ =p~ =p~
আপনাকে অনেক ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শীলা শিপা বলেছেন: হাসি থামাতে পারছি না। :) :D B-)
সবাই যে হারে ব্লগে প্রেমিকা খুজতেছে আপনি কয় নাম্বার?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

আরিফুর রহমান পলাশ বলেছেন: সবার কথা তো আর জানিনা। তয় আপনি যে কিসের নম্বরের কথা কইতাসেন?? বইলা রাখা ভাল, আমি কিন্তু পোলা হিসেবে এক নম্বর :) :) :) :) :)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

খায়ালামু বলেছেন: ++++++
সব কিছু খাইলেও ছ্যাকা খাইতে রাজিনা :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

আরিফুর রহমান পলাশ বলেছেন: ধুরো মিয়াবাই নাম রাখছেন খায়ালামু, আর এই ছ্যাকার মতন জিনিস খাবেননা, আমি মানতে পারছিনা X(( X(( X(( X(( X((

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

মাক্স বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

আরিফুর রহমান পলাশ বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ =p~ :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

আরিফুর রহমান পলাশ বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

একজন পথশিশু বলেছেন: @Ami,
Apnar namta change koren. Ekmatro ALLAH ta'ala 'odeteo' ,onno keo 'odeteo' na.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

আরিফুর রহমান পলাশ বলেছেন: ঠিক বলেছেন

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

খায়ালামু বলেছেন: এতকিছু থাকতে সব বাদ দিয়া ছ্যাকা খাইতে কন????? X(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আরিফুর রহমান পলাশ বলেছেন: ভাই এমনকিছু খাবেন, যেন সারাজীবন তার স্বাদ লেগে থাকে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

খুলনার শের বলেছেন: আমার ছ্যাকা দিবস আর ৮ দিন পর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আরিফুর রহমান পলাশ বলেছেন: শুভ ছ্যাকা দিবস... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

খায়ালামু বলেছেন: এইডা আর এমন কি??? ছোটবেলায় বাপে একবার কইশা পিডানি দিছিল!! ওর স্বাদ এখনো পশ্চাৎদেশে লাইগা আছে :-/ B-)) ;)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

আরিফুর রহমান পলাশ বলেছেন: হে হে ভাই আমার ও মনে করায়া দিলেন, তয় বাপের নয় মায়ের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.