নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Md. Arifur Reza

Md. Arifur Reza › বিস্তারিত পোস্টঃ

রাজার শখ !

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪

একেই বোধ হয় বলে 'রাজার শখ'! শুধু লন্ডনেই তার ১১৪টি গাড়ি। রাখার জায়গার অভাব হওয়ায় লন্ডন শহরে একটি ৬ তলা কার পার্কিং বিল্ডিংই তৈরি করে ফেলছেন। এখানেই শেষ নয়, কার পার্কিং বিল্ডিংটিতে থাকছে প্রচুর ঘরও। বিলাসিতার নিরিখে সব ক'টি ঘরই যেকোনো পাঁচতারা হোটেলকে টেক্কা দেবে। ঘরগুলি তৈরি হচ্ছে ড্রাইভারদের জন্য। রাজকীয় শখে ব্রিটেনের রাজধানীতে আপাতত চর্চার তুঙ্গে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতউম।

দুবাই, নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অর্থ, বিলাসিতা-বৈভব। আরব্যরজনী। এহেন দুবাইয়ের শাসক! বুঝতেই পারছেন, শেখ মোহাম্মদের ধন-সম্পত্তি নিয়ে আর খামোখা বাক্যব্যয় না করাই সমীচিন। এমনিতেই শেখ মোহাম্মদের জীবনযাপনের বিলাসিতা চমকে দেয় দুনিয়াকে। আবারও একবার সবাইকে তাক লাগিয়ে গাড়ি-বিলাসিতায় বিশ্বের তাবড় ধন-কুবেরদের চোখ কপালে তুলে দিতে চলেছেন দুবাইয়ের শাসক।

লন্ডনে টেমস নদীর তীরে বিশালাকার বহুতল নির্মাণ করছেন শেখ মোহাম্মদ। প্রথমে সকলে ভেবেছিলেন, এটা বোধ হয় কোনো পাঁচতারা হোটেল তৈরি হচ্ছে। পরে জানা যায়, আসলে ওখানে শেখ মোহাম্মদের ১১৪টি গাড়ি ও সেগুলির ড্রাইভাররা থাকবেন। বিলাসবহুল ওই কার পার্কিং বিল্ডিংয়েই স্বপরিবারে থাকবেন তার ড্রাইভাররা। শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতউনের বক্তব্য, তিনি যখনই লন্ডনে বেড়াতে আসবেন, হেলিকপ্টার থেকে নামার পরই যেকোনো একটি দামি গাড়ি বেছে নেবেন।
৬ তলার বিলাসবহুল গাড়ি পার্কিং বিল্ডিং তৈরির পিছনে কারণটাও বেশ মজার। লন্ডনের মেনডিপ রোডের কার পার্কিং এলাকায় শেখ মোহাম্মদের গাড়িগুলি রাখা থাকে। লন্ডনের বহু বাসিন্দা অভিযোগ জানান, গোটা গাড়ি পার্কিং এলাকাতেই শেখ মোহাম্মদের গাড়ি থাকায় তাদের গাড়ি রাখার জায়গা হচ্ছে না। পুরো রাস্তাটাই যেন দুবাইয়ের শাসকের মালিকানাধীন হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ শুনেই নিজের জন্য ৬ তলার বিলাসবহুল কার পার্কিং বিল্ডিং তৈরির সিদ্ধান্ত নিয়ে ফেলেন শেখ মোহাম্মদ।–

ওয়েবসাইট।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৫

কাউন্টার নিশাচর বলেছেন: ওই টাকা অসহায় মুসলিমদের কল্যাণে ব্যয় করা যেত। আফসোস আরব শাসকদের প্রতি, যদি তারা বুঝত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.